ডা. হুবার্ট ইউনাইটেড স্টেটসের নিউইয়র্কে ১৮৯৬ সালের ১৮ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং Horace Mann School এ পড়াশুনা করেন। বার্নার্ড কলেজ থেকে ১৯১৭ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর- ইউরোপ ভ্রমণের সময় তিনি হোমিওপ্যাথির সাথে পরিচিত হন। তিনি প্রথমদিকের আমেরিকান হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদের মধ্যে একজন। হোমিওপ্যাথিক চিকিৎসক, নেতৃত্ব ও সম্পাদক হিসাবে তিনি একজন সুবিখ্যাত ব্যক্তিত্ব।
বলা চলে, তিনি জন্মসূত্রেই হোমিওপ্যাথির সাথে ঘনিষ্ঠ। তার জন্ম একজন হোমিওপ্যাথ Byron G. Clark এর হাতে এবং ছোটবেলায় তার সমস্ত রোগের চিকিৎসাই এই চিকিৎসকের তত্ত্বাবধায়নে চলে। ছোটবেলায় তিনি Tubercular cervical adenitis, Malaria ও Measles এ আক্রান্ত হন এবং হোমিওপ্যাথিতেই আরোগ্য লাভ করেন। ইন্টার্ণ করার সময় Rudolf Rabe এর তত্ত্বাবধায়নে থাকেন এবং এসময় Scarlet fever টিও উক্ত চিকিৎসকের চিকিৎসাতে আরোগ্য হন।
১৯১৭ সালে ডা. হুবার্ট ‘Columbia University College of Physicians and Surgeon’-এ পড়াশুনা শুরু করেন। নারীদের এখানে পড়াশুনা অনুমোদন পাবার পর, প্রথম যে কয়জন নারী কলেজটিতে প্রবেশ করেন- তিনি ছিলেন তাদের একজন এবং ১৯২১ সালে MD করা তিনজন নারীর মধ্যে তিনি একজন। এছাড়া তিনি নিউইয়র্কের Bellevue Hospital ইন্টার্ন করা প্রথম নারী, যেখানে এমনকি তিনি রাত্রিকালীন ইমার্জেন্সি এ্যাম্বুলেন্সও চালনা করতেন।
ডা. হুবার্টের দুই বৎসর সুইজারল্যান্ডের জেনেভায় পিয়েরে স্মিথের সাথে কাটানোর সৌভাগ্য হয়েছিলো। সেখানে তিনি স্টুটগার্ডে থাকতেন এবং Adolf Stiegele এর তত্ত্বাবধায়নে অত্যন্ত গভীরভাবে হোমিওপ্যাথি অধ্যয়ন করেন। Adolf Stiegele ছিলেন Eugene Alonso Austin এবং Frederica E. Gladwin এর কাছে শিক্ষাগ্রহণ করা হোমিওপ্যাথ, যে দুজনই ছিলেন James Tyler Kent এর সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের মধ্যে অন্যতম।
এরপর বোস্টনে ফিরে এসে তিনি তার প্র্যাকটিস প্রথম শুরু করেন। সেখানে তিনি Alice H Bassett এর সাথে যুক্তভাবে প্র্যাকটিস শুরু করেন। সে সময়টিতে বোস্টনে হোমিওপ্যাথিক চিকিৎসকের প্রচণ্ড সংকট ছিলো। সেখানে তখন Wesselhoeft-গণ, and Houghton-গণ তখন রোগীর চাপে ডুবে ছিলেন।
১৯৩০ সালে তিনি Benjamin A. Hubbard কে বিয়ে করেন- যিনি Columbia University –এর ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। এবং তাদের পাঁচটি সন্তান হয়। পুরো বিবাহিত জীবনটিই জুড়েই তিনি হোমিওপ্যাথির নিরলস সেবা করে গেছেন। তার রচনা, লেকচার এবং সেমিনারগুলো তার খ্যাতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসারিত করে। ১৯৪৫ সালে তিনি International Hahnemannian Association এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৬১ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে তিনি নেতৃত্ব প্রদান করেন। তিনি American Federation of Homeopathy-এরও একজন সদস্য ছিলেন।
১৯৫৯ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত তিনি আমেরিকান ইন্সটিটিউট অব হোমিওপ্যাথির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন- তিনিই প্রথম মহিলা যিনি এই পদটিতে দায়িত্ব পালন করেন। বহু বৎসর তিনি Homoeopathic Recorder এর সম্পাদক হিসাবে ছিলেন এবং তারই ধারাবাহিকতায় ‘Journal of the American Institute of Homeopathy’ এরও সম্পাদক নিযুক্ত হন। এছাড়া তিনি AFH postgraduate homeopathic scho এর ফ্যাকাল্টিতেও ছিলেন।
ডা. হুবার্ট Massachusetts Memorial Hospital, New England Hospital for Women and Children এবং Woodside Sanitarium for Nervous and Mental Diseases ক্ষেত্রগুলোতে কাজ করেছেন এবং তিনি হোমিওপ্যাথির প্রকৃত ধারার একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন।
হোমিওপ্যাথির গভীর উপলব্ধিসুলভ তাঁর ব্যাপক জ্ঞান ও অন্তর্দৃষ্টির সম্মেলন ঘটেছে তাঁর রচিত ‘A Brief Study Course in Homoeopathy’ গ্রন্থটিতে। তাঁর প্রবন্ধের এই সংকলনটিতে কেইস টেকিং পদ্ধতি, লক্ষণের মূল্যায়ন ও রেপার্টরাইজেশন সম্বন্ধে তার অভিজ্ঞতাপ্রসূত বাস্তব চিন্তার প্রতিফলন ঘটেছে।
তার পরিবারের দায়িত্ব, প্র্যাকটিস, লেখালেখি ও শিক্ষকতার সাথে সাথে, ডা. হুবার্ট Anthroposophical Society of America এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এ ব্যাপারে ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে ইউরোপের ধারণাগুলোকে তিনি ইউনাইটেড স্টেটসে প্রবর্তন করেন। তাঁর সম্বন্ধে বলতে গিয়ে, বর্তমানের প্রখ্যাত চিকিৎসক, লেখক ও হোমিওপ্যাথিক আন্দোলনকারী ডানা উলম্যান এক সাক্ষাৎকারে উল্লেখ করেন,
“এলিজাবেথ রাইট হুবার্ট সেই ব্যক্তি যিনি EdwardChristopherWhitmontকে হোমিওপ্যাথিতে প্রবেশ করান। EdwardChristopherWhitmont আমাকে বলেন, তিনি ভিয়েনা থেকে নিউইয়র্ক ফেরার কিছুদিন পরই তার সাথে যোগাযোগ হয়। EdwardChristopherWhitmont তখন ছিলেন RudolfSteiner–এর একনিষ্ঠ ভক্ত, যেমনটি ছিলেন ডা. হুবার্ট নিজেও, কিন্তু আশ্চর্যের বিষয় ছিলো- তিনি যতটা না Anthroposophical medicine এর প্র্যাকটিশনার ছিলেন, তার চেয়ে বহু বেশি ছিলেন একজন ক্ল্যাসিকাল হোমিওপ্যাথ। শুরুতে EdwardChristopherWhitmont তাকে Anthroposoph বানাবেন বলে চিন্তা করেছিলেন কিন্তু তিনিই শেষমেষ তাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথে পরিণত করে ছাড়েন।”
ডা. হুবার্ট তার শক্তিময় আর্বিভাব নিয়ে একটি গভীর ব্যক্তিত্বসম্পন্ন নারী। তার পরিচিতজন তাকে বিচক্ষণ চিকিৎসকের পাশাপাশি, একজন দক্ষ শিক্ষক ও চিন্তাশীল লেখক হিসাবেই জানতো। যদিও সাধারণ মানুষের মাঝে তিনি হোমিওপ্যাথি নিয়ে খুব বেশি আলোচনা করেননি কিন্তু এলোপ্যাথিক সহকর্মীদের সাথে হোমিওপ্যাথিক মূলনীতি ও অনুশীলনের ব্যাখ্যায় তিনি সবসময় তৎপর থাকতেন।
জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ডা. হুবার্ট সক্রিয়ভাবে কাজ করে গেছেন। রোগীর সাথে কন্সালটেশনের মাঝেই একবার তার স্ট্রোক দেখা দেয়- যা থেকে তিনি আর আরোগ্য হতে পারেননি। এর দুইদিন পর- ১৯৬৭ সালের ২২ শে মে তিনি মৃত্যুবরণ করেন।
তার সুবিখ্যাত রচনাসমূহ:
- Homoeopathy as Art and Science, Ed. Maesimund B. Panos, MD, and Della des Rosiers, Beaconsfield Publishers Ltd, Beaconsfield, U.K. 1990 (ISBN 0-906584-26-4)[3][4][5]
- A Brief Study Course in Homeopathy,Roy & Company; 3rd ed. (enlarged) edition (1959), and Indian Edition (1977)
- Inside out (A case study)
Discussion about this post