অনুবাদ: ডা. পি. গুপ্ত:
Dana Ullman, MPH, CCH, আমেরিকাতে হোমিওপ্যাথির নেতৃস্থানীয় পৃষ্ঠপোষক এবং ইউনাইটেড স্টেটসে হোমিওপ্যাথির মুখপাত্র হিসাবে ব্যাপকভাবে পরিচিত। তিনি বেশকিছু বই লিখেছেন, যার মধ্যে- The Homeopathic Revolution: Why Famous People and Cultural Heroes Choose Homeopathy, Homeopathy A-Z, Essential Homeopathy, Consumer’s Guide to Homeopathy, Homeopathic Medicines for Children and Infants, Discovering Homeopathy: Medicine for the 21st Century, and Everybody’s Guide to Homeopathic Medicines (with Stephen Cummings, MD, সর্বাধিক বিক্রিত) গুরুত্বপূর্ণ। তিনি How to Use a Homeopathic Medicine Kit শিরোনামে একটি ই-কোর্সও প্রদান করেছেন- যেখানে ৮০টি সংক্ষিপ্ত (গড়ে ১৫ মিনিট) ভিডিও সংযুক্ত করা হয়েছে, সাথে বিভিন্ন পিয়ার-রিভিউড মেডিক্যাল জার্নালগুলোতে হোমিওপ্যাথিক ঔষধের ক্রমবর্ধমান পরীক্ষণ সংক্রান্ত প্রকাশিত ৩০০ এরও বেশি ক্লিনিক্যাল স্টাডির সংযোগ করার মাধ্যমে তাকে সমৃদ্ধ করেছেন। তাঁর একটি বিশেষ গ্রন্থ ‘Evidence Based Homeopathic Family Medicine’। এই ই-বুকটিতে ১০০ এরও অধিক সাধারণ রোগগুলো সম্বন্ধে হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহারের উপায় সংক্রান্ত বাস্তব ক্লিনিক্যাল তথ্য প্রদান করা হয়েছে। ডানা উলম্যান ইউনাইটেড স্টেটসের প্রফেসনাল হোমিওপ্যাথদের নেতৃস্থানীয় সংস্থা কর্তৃক ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে সনদ লাভ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘Homeopathic Educational Services’ আমেরিকাতে হোমিওপ্যাথির বই, সফটওয়্যার, মেডিক্যাল কিটস, ভিডিওর সর্ববৃহৎ প্রকাশনা ও বিপননকারী প্রতিষ্ঠান।
Christian Becker: আপনি কি জার্মানির পাঠকদের কাছে অল্প কথায় আপনার নিজের সম্বন্ধে জানাবেন?
Dana Ullman: আমি UC Berkeley – তে শিক্ষার্থী থাকাকালে হোমিওপ্যাথির সাথে পরিচিত হই- সাথে সাথে তা আমার মনে দাগ কাটে। আমি এর শিল্প, এর বিজ্ঞান ও এর ইতিহাসের গুরুত্বটি বুঝতে পেরেছিলাম। যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম যে, ঊনবিংশ শতাব্দীর হোমিওপ্যাথিক বইগুলো বিংশ শতাব্দীর মানুষজনের চিন্তাধারার সাথে সঙ্গতি রেখে ঠিকঠাকভাবে উপস্থাপিত হচ্ছে না – এর ব্যবহারকারী-বান্ধব আবেদনটিকে বৃদ্ধি করতে এর ভাষাকে আধুনিকায়ন করার একটি তাগাদা আমার মাঝে অনুভব করলাম। গত কয়েক দশকে আমি ১০ টি বই লিখেছি (যার দুটোর ফরওয়ার্ড রাণী এলিজাবেথ – ।। এর ফিজিশিয়ান লিখেছেন; যার মধ্যে কয়েকটি জার্মান ভাষায় ও প্রায় অর্ধডজন অন্যান্য ভাষায় প্রকাশিত হয়েছে) এবং আমার সহকর্মীদের সাথে যুগ্মভাবে হোমিওপ্যাথির উপর ৪০টি বই প্রকাশ করেছি (North Atlantic Books – যারা Edward Whitmont, MD, Phillip Bailey, MD, Paul Herscu, ND, Harris Coulter, PhD, Richard Moskowitz, MD, Donald Hamilton, DVM প্রমূখ লেখকদের বইগুলোও প্রকাশ করে এবং Random House, Penguin এর মতো পৃথিবীর শীর্ষস্থানীয় প্রকাশনার মাধ্যমে পৃথিবীজুড়ে তা বিপনন করে)। এছাড়া Oxford University থেকে হোমিওপ্যাথির উপর প্রকাশিত দুইটি গ্রন্থসহ- চারটি মেডিক্যাল টেক্সটবুকের অধ্যায়েরও রচয়িতা আমি।
Christian Becker: একজন লেখক ও হোমিওপ্যাথ হিসাবে আপনি বহু মানুষের সংস্পর্শে এসেছেন যারা নিজেরা হোমিওপ্যাথি ব্যবহার করেন। লোকজন এ ব্যাপারে কি বলে, সে ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য উল্লেখ করবেন কি?
Dana Ullman: আক্ষরিকভাবেই আমি এরকম শত শত মানুষের সংস্পর্শে এসেছি যারা আমাকে বলেছেন যে, তারা তাদের বিছানার পাশে আমার বই রাখেন এবং তাদের বাচ্চাগুলোকে আমার বই পড়ে চিকিৎসা করেছেন। এমনকি সম্প্রতি, এমন বহু সংখ্যক মানুষও পেয়েছি, যারা বলেছেন যে, তারা সেইসব অভিভাবকের (সাধারণত তাদের মা) যত্নে বড় হয়েছেন- যারা আমার বইগুলোর উপর নির্ভর করে হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব করেছেন এবং তারাও এখন তাদের সন্তানদের চিকিৎসা করতে আমার বইগুলো ব্যবহার করছেন। যখন লোকজন আমাকে বলে যে, আগে তাদের এক বা একাধিক মারাত্মক অসুস্থতা ছিলো এবং প্রফেশনাল হোমিওপ্যাথিক চিকিৎসা তাকে একটি গভীর আরোগ্যের অভিজ্ঞতা প্রদান করেছে – তখন সেই হোমিওপ্যাথিক চিকিৎসা থেকে ঘটা ‘মিরাকল’-এর ঘটনাগুলো শোনা হৃদয়-প্রশান্তকারীও বটে।

Christian Becker: অভিভাবকদের জন্য আপনার লেখা বইতে আপনি হোমিওপ্যাথির গবেষণাগুলো উপস্থাপনের দিকে জোর দিয়েছেন। পাঠকদের জন্য গবেষণাগুলো জানা কতটা জরুরি, এর প্রতিক্রিয়া কি?
Dana Ullman: আসলে আমার ই-বইগুলো ‘এভিডেন্স বেইজড হোমিওপ্যাথিক ফ্যামিলি মেডিসিন’- কেবলমাত্র অভিভাবকদের জন্য নয়। এটি সবার জন্য। অধিকন্তু এটি স্বাস্থ্য ও মেডিক্যাল প্রফেশনালদের জন্যও অমূল্যও বলা চলে, কারণ এটি কেবল একশত বা শতাধিক সাধারণ রোগগুলোতে কষ্ট পাওয়া মানুষগুলোর চিকিৎসা করতে হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহারের সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরামর্শই প্রদান করে না, পিয়ার রিভিউড মেডিক্যাল জার্নালগুলোতে প্রকাশিত ৩০০ এরও বেশি কেইস-স্টাডিগুলোর লিংক, বর্ণনা বা রেফারেন্সও প্রদান করে।
হোমিওপ্যাথি কাজ করে কিনা, তা প্রমাণ করার জন্য এর গড়পড়তা শুভাকাঙ্ক্ষীদের বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন হয় না- তারা ইতোমধ্যেই জানে যে এটা কাজ করে! তথাপি, হোমিওপ্যাথির সাথে স্বল্প-পরিচিত ব্যক্তি- যারা এখনো হোমিওপ্যাথির ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেন নি- তাদেরকে জানানোর জন্য বৈজ্ঞানিক প্রমাণগুলো জানা অমূল্য। কখনো তা হতে পারে হোমিওপ্যাথির সাথে অপরিচিত, এমনকি সন্দেহকারী- সে হতে পারে একজন স্বামী বা স্ত্রী, বাবা-মা, একজন শশুর বা শাশুড়ী, একজন আত্মীয়, প্রতিবেশী, দায়িত্বগ্রহণকারী অভিভাবক, সহকর্মী, এমনকি কারো প্রচলিত ধারার চিকিৎসক। বর্তমানে একটি ঢালাও মিথ (আসলে মিথ্যা প্রচারণা!) আছে যা- মিডিয়াগুলোতে অবিরত প্রচারণা চালানো হয়, আর তা হচ্ছে- হোমিওপ্যাথি কাজ করে কিনা এর কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। সেখানে আমার ই-বুক হোমিওপ্যাথিক ঔষধ যে একটি সুবিস্তৃত প্রকারের একিউট ও ক্রনিক রোগগুলোতে ভোগা মানুষদের বাস্তব ও প্রাসঙ্গিক উপকার প্রদান করে- তার খুব শক্ত, অকাট্য, এমনকি বিস্তারিত প্রমাণ হাজির করে।
Christian Becker: অভিভাবকদের প্রতি আপনার লেখা বইটির ব্যাপারে এবং কিভাবে পাঠক তা থেকে উপকার পাবে ও এই টার্গেট গ্রুপের ক্ষেত্রে অন্যান্য বই থেকে ওগুলোর পার্থক্য কোথায়– সংক্ষেপে যদি এই ব্যাপারগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিতেন?
Dana Ullman: হোমিওপ্যাথিক শাস্ত্রে আমার ই-বুকটি সম্পূর্ণ অনন্য; কারণ এটি একটি আধুনিক, এমনকি ভবিষ্যতমুখী ধারণাসম্পৃক্ত, হোমিওপ্যাথি কি তার ব্যাখ্যাসংযুক্ত, সেই সাথে একজন ব্যক্তির স্বাস্থ্যে হোমিওপ্যাথিক সূক্ষমাত্রাগুলো (Nano doses) কিভাবে তাৎপর্যপূর্ণ উপকারসাধন করতে পারে তার ব্যাখ্যাযুক্ত বিভিন্ন তত্ত্বগুলোর অকাট্য বর্ণনাসমৃদ্ধ। আমাদের দেহের হরমোন ও সেল-সিগনালিং সিস্টেম যে অতি-সূক্ষমাত্রাগুলোতে সক্রিয় হয়- এই সত্যটি অল্পকিছু সংখ্যক মানুষ কেবল জানে এবং যথাযথ মূল্যায়ন করে। হোমিওপ্যাথগণ এটা বলেন না যে, স্রেফ ‘যেকোন কিছুর’ই সূক্ষমাত্রাগুলো উপকারী হবে। বরঞ্চ এর সম্পূর্ণ বিপরীতক্রমে, হোমিওপ্যাথগণ ঘোষণা দেন- সূক্ষমাত্রাগুলোতে কেবলমাত্র তখনই উপকারী হবে- যদি এবং যখন, অসুস্থ ব্যক্তিটি যে সামগ্রিক লক্ষণসমগ্রতে দুর্ভোগ পোহাচ্ছে, অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে সেই একই লক্ষণসমগ্র উৎপন্ন করতে পারে বলে পরিচিত কোন ঔষধের একটি সূক্ষমাত্রা প্রেসক্রাইব হয়।
এ পর্যন্ত, এই ই-বুকে বিভিন্ন একিউট ও ক্রনিক রোগগুলোর উপরে একশতের বেশি অধ্যায় যুক্ত হয়েছে, যদিও এই অবস্থাগুলোর ১৫ থেকে ২০টির ব্যাপারে কোন ঔষধের পরামর্শ প্রদান করা হয়নি কারণ সেই অবস্থাগুলো এতটাই তীব্র বা জটিল যে, তা নিজে নিজে যত্ন করার মতো নয় (এবং ফলস্বরূপ একজন প্রফেশনাল হোমিওপ্যাথ কর্তৃক চিকিৎসা গ্রহণ করতে হবে)। অন্যান্য ৮০-৮৫টি অবস্থা বিবেচনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধের তুলনামূলক বর্ণনা প্রদান করা হয়েছে, সেই সাথে তাদের স্বতন্ত্রতাবাচক লক্ষণগুলোর বিশদ বর্ণনা হয়েছে এবং কিছু হোমিওপ্যাথিক ঔষধের ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়েছে- যে হোমিওপ্যাথিক ঔষধগুলো কোন নির্দিষ্ট রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্দেশিত হয়।
এর একটি বিশেষ ও অপ্রতিম মূল্য হচ্ছে পিয়ার-রিভিউড মেডিক্যাল জার্নালগুলোতে প্রকাশিত তিনশতেরও বেশি গবেষণার তথ্য এতে প্রদান করা হয়েছে। অনুশীলনকারী হোমিওপ্যাথদের জন্য ই-বুকটি বিশেষ মূল্যবান, কারণ তারা তাদের রোগীদের সাথে সংশ্লিষ্ট অবস্থা সংক্রান্ত চ্যাপ্টারটিকে প্রিন্ট করে দিতে পারবেন, যাতে রোগীগণ তাদের স্বামী বা স্ত্রী, তাদের বাবা-মা অথবা তাদের চিকিৎসক বা অন্য কোনভাবে সম্পর্কিত লোকজনদের দেখাতে পারে। তথ্যগুলো শেয়ার করাতে প্রায় সময়ই রোগীরও হোমিওপ্যাথিকে মেনে নেবার মনোভাব বৃদ্ধি পায় ও সেই সাথে প্রতিটি রোগীদের নেটওয়ার্কেও তার প্রতি ইতিবাচক মনোভাবের বৃদ্ধি ঘটে। অধিকন্তু এই ই-বুকটি হোমিওপ্যাথ এবং হোমিওপ্যাথির তীব্র সমর্থনকারীগণ রিসার্চগুলো রেফারেন্স উল্লেখ প্রবন্ধ বা ব্লগে লেখালেখির জন্য ব্যবহার করতে পারেন- যাতে তারা হোমিওপ্যাথি এবং এর বৈজ্ঞানিক ভিত্তি সম্বন্ধে যে বিপুল পরিমাণ ভুল-তথ্য মানুষের মাঝে আছে তাকে সংশোধন করতে পারে।
আশা করি, উপরে দেয়া উত্তরটি আপনার জন্য সহায়তাকারী হবে।
Christian Becker: হ্যাঁ, অবশ্যই, আপনার উত্তরগুলো ব্যাপক সহযোগিতা করবে। সাক্ষাৎকারটির জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
Discussion about this post