শিশুদের সমস্যাগুলো চিকিৎসার ক্ষেত্রে একটি বিশেষ ও চ্যালেঞ্জের মতো বিষয়। এরা তাদের লক্ষণ বলতে পারে না কিংবা বললেও কতটা নির্ভরযোগ্য, সেই প্রশ্ন থেকে যায়। বেশিরভাগ সময় শিশুর অভিভাবকগণ যা দেখেন সেই বর্ণনাটির উপরই নির্ভর করতে হয়; কিন্তু তারা তো চিকিৎসক নয়- কাজেই ভুল হবার সম্ভাবনাও থাকে যথেষ্ঠ।
ব্যাপারটি আরো ঘোলাটে হয় দেখা দেয়- যখন ক্রনিক সমস্যাগুলোর চিকিৎসার খাতিরে সেই শিশুটিকে বুঝতে চাওয়া হয়। কারণ, ইতিবাচক দিকেই হোক কিংবা নেতিবাচক- প্রতিটি অভিভাবকের পক্ষেই তার সন্তানের নিরপেক্ষ মূল্যায়ন ভীষণ কঠিন ব্যাপার। কাজেই, শিশুদের কেইসগুলোতে চিকিৎসকদের একটি বিশেষ বিচক্ষণতা ও দক্ষতার প্রয়োজন হয়, প্রয়োজন হয় অত্যন্ত সূক্ষ্ম একটি বিচারশক্তির। কিন্তু এগুলো তো এমনি এমনি তৈরি হয় না, এজন্য অনুশীলন চাই, এ বিষয়ে আমাদের শাস্ত্রে থাকা তথ্য ও শিক্ষাগুলো আয়ত্ব করা চাই।
কিন্তু দুঃখের বিষয়, শিশুদের নিয়ে আলাদাভাবে আলোচনা আমাদের শাস্ত্রে আসলে খুব কমই করা হয়েছে। এর আগে শিশু চিকিৎসার মতো বই পেয়েছি- যেখানে তাদের রোগ উল্লেখ করে ঔষধ বর্ণনা করেছে কিন্তু সেটি কিন্তু গভীরভাবে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে শিশুদের ব্যাপারে কোন অন্তর্দৃষ্টি দান করতে পারে না। কয়েকদিন আগে মাত্র, আমাদের হোমিওডাইজেস্টের সম্পাদকের লেখা ‘হোমিওপ্যাথিক কেইস টেকিং ও ফলো-আপ ম্যানেজমেন্ট’ বইটি পেলাম; যেটিতে বোধহয় বাংলাভাষায় প্রথম শিশুদের কেইস টেকিং, ফলো-আপের ব্যাপারে একটি বিস্তৃত দিক-নির্দেশনা দেয়া হয়েছে। শিশুদের ঠিকঠাক কেইসটেকিং গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই কিন্তু এটা তো কেবল শুরু। এরপরই যা প্রয়োজন হবে- তা হচ্ছে, শিশুদের মাঝে যে চিত্রটি পাওয়া গেলো, মেটেরিয়া মেডিকাতে তার সাদৃশ্যপূর্ণ আরেকটি ঔষধচিত্র।
একিউটের ক্ষেত্রে শিশুদের আচরণের ব্যাখ্যা, তাদের অভিব্যক্তি ও বহিঃপ্রকাশগুলো বিশ্লেষণ করে যেমন এই চিত্রটি তৈরি দ্রুত প্রস্তুত করা হয় (যদিও এ ব্যাপারেও ভালো কোন বই অন্তত আমাদের ভাষায় নেই)কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রে সে উপায় নেই; সেখানে শিশুকে গভীরভাবে বুঝতে হয়- উপলব্ধি করতে হয় তার অনুভূতি, তার উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি, পৃথিবী সম্বন্ধে তার মনোভাব, পারিপার্শ্বিকতাতে তার প্রতিক্রিয়া ও সেই প্রতিক্রিয়ার অর্থ ইত্যাদি বিষয়।
বহুদিন ধরেই, এই ব্যাপারটি সম্বন্ধে সংকলিত তথ্যের বা বইয়ের খোঁজ করে যাচ্ছিলাম। আমাদের শাস্ত্রের বহুস্থানে এ বিষয়গুলো এখানে ওখানে আলোচনা হয়েছে কিন্তু ঠিক গোছানো অবস্থায় কোথাও পাইনি (সেটা অবশ্য আমার অজ্ঞতাও হতে পারে)। কিন্তু সেই নিরাশার বুকে আশার আলো পেলাম- Dr. Frans Kusse এর ‘Children’s Types: 56 Homeopathic Constitutional Remedies’ বইটি হাতে পাবার পর। শিরোনামেই বহুকিছু আসলে সুস্পষ্ট হয়ে যায়। বইটিতে ৫৬ টি হোমিওপ্যাথিক কন্সটিটিউশনাল ঔষধের শিশুচিত্রকে বর্ণনা করা হয়েছে এবং সে বর্ণনাটিও কেবল তথ্যের গা-ছাড়া সংকলন নয়।
লেখক প্রতিটি ঔষধের শিশুচিত্রকে বিভিন্ন আঙ্গিক থেকে ও এর বিভিন্ন অংশকে নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। যেমন, একোনাইটের কথাই ধরা যাক। প্রতিটি ঔষধে শিশুচিত্রের মূল বৈশিষ্ট্যটি তিনি বইটিতে প্রথমে একলাইনে বা অল্প কয়টি শব্দগুচ্ছ দিয়ে উল্লেখ করেছেন। একোনাইটে সেই কথাটি হচ্ছে ‘Strong, Intense, and Sensitive’। আলোচনাতে তিনি একোনাইটের শিশুচিত্রের যে বিষয়গুলো্ উল্লেখ করেছেন-
- Origin
- Strong and Sympathetic
- Sensitive nervous system
- Shock and fear of death
- Case report
- Physical Symptoms
- Food and Drink
ঔষধের বৈশিষ্ট্য, লক্ষণের প্রবণতা ও প্রকাশ-কেন্দ্রসহ আরো বহুবিধ কারণের উপর ভিত্তি করে ঔষধগুলোর এই আলোচ্য বিষয়গুলোও ভিন্ন ভিন্ন। কিন্তু মোদ্দাকথাটি হচ্ছে, লেখক তার আলোচনার মাধ্যমে প্রতিটি ঔষধের শিশুচিত্রটিকে, তাদের অনুভূতি ও দৃষ্টিভঙ্গিসহ গভীরভাবে তুলে ধরতে বহৃলাংশে সফল হয়েছেন। ৫৬ টি ঔষধের এমন দুর্দান্ত আলোচনার শেষে, তিনি আরো তিনটি বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করেছেন-
- Restless children in clinic
- Ear and Eye complaints in Children
- Skin complaints in the clinic
বলার অপেক্ষা রাখে না, আমাদের ক্লিনিকগুলোতে এই লক্ষণসম্বলিত শিশুদের উপস্থিতি লক্ষণীয় রকমের বেশি। লেখকের বিশেষ আলোচনার জন্য এই তিনটি বিষয়ের বাছাই- নিঃসেন্দেহে তার নির্ভরযোগ্য পর্যবেক্ষণ ক্ষমতার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। সর্বশেষে দেয়া বিভিন্ন লক্ষণের উপর করা তার ইনডেক্সটিও দ্রুত রেফারেন্সে ব্যাপক সহযোগী হবে। সেই সাথে সবচেয়ে চমৎকৃত করার মতো বিষয় হচ্ছে- প্রায় প্রতিটি ঔষধ-চিত্রের বর্ণনার সাথে সদৃশ শিশুদের ছবি যুক্ত করা হয়েছে। আর এটা তো সবাই জানেন, হাজারবার পড়ার চাইতে একবার চোখে দেখা আমাদের স্মৃতিধারণ ক্ষমতাটির কাছে অনেক বেশি পছন্দনীয়।
আমার মতো সাধারণ পাঠক বইটিতে চমৎকৃত হবেন এবং এর প্রচণ্ড প্রয়োজনীয়তা ও যথার্থতাকে উপলব্ধি করতে পারবেন- তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অভিজ্ঞ চিকিৎসকগণও কিন্তু বইটি সম্বন্ধে অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন। বইটি সম্বন্ধে Dr. Begabati Lennihan এর একটি মন্তব্যই বোধহয় আমার কথার সত্যতা সম্বন্ধে আপনাদের নিঃসন্দেহ করবে,
“This outstanding and much-needed book fills a major gap in the homeopathic literature on children. The photos illustrating the children’s types are a stunning addition.”