Calvin B. Knerr ১৮৪৭ সালের ২৭ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং সেই পরিবেশেই বড় হন, যেখানে তার বাবা ছিলেন একজন স্বশিক্ষিত হোমিওপ্যাথ, সেই সাথে তার চাচার সাথে ডা. হেরিংয়ের এলেনটাউন একাডেমিতে থাকার সময় পরিচয় ছিলো। তিনি Allentown College Institute এ পড়াশুনা শুরু করেন এবং Cowperthwaite এবং T.L. Bradford এর সাথেই 1869 সালে Hahnemann Medical College গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
এরপর তিনি ডা. কন্সট্যানটাইন হেরিংয়ের ক্লিনিকে তার এসিস্ট্যান্ট হিসাবে যোগদান করেন। তিনি সেখানে থাকাকালীন সময়ে যে ডায়রিটি লিখে রাখতেন, সেটিই পরবর্তীতে ডা. হেরিংয়ের জীবনীতে পরিণত হয় এবং ১৯৪০ সালে তা প্রকাশিত হয়।
১৮৭৩ সাল থেকে ১৮৭৪ সাল, এই দুইবছর তিনি বার্লিন, ভিয়েনা এবং লন্ডনে শিক্ষা গ্রহণ করেন। ১৮৭৪ সালে তিনি ডা. হেরিংয়ের কন্যাদের মধ্যে একজন মেলিটা হেরিংকে বিয়ে করেন এবং তার এসিসট্যান্টশিপের দায়িত্বটি আবার গ্রহণ করেন। ১৮৭৮ ও ১৮৭৯ সালে, তার গ্রন্থ ‘Sunstroke and Its Homeopathic Treatment’ এর দুইটি সংস্করণ প্রকাশ করেন।
১৮৮০ সালে ডা. হেরিংয়ের মৃত্যুর পর, হেরিংয়ের ১০ খন্ডের Guiding Symptoms কে সম্পূর্ণ করার দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। প্রথমে Dr. Charles Mohr ও Dr. Charles Raue এর সাথে যুগপৎভাবে এবং পরে তিনি একাই ১৮৯৫ সালে এই মাস্টারপিসটি সম্পূর্ণ করার দায়িত্ব তিনি সম্পন্ন করেন।
ডা. নার দুইখন্ডের ‘Repertory to the Guiding Symptoms’ লেখার কাজে পাঁচটি বৎসর সময় ব্যয় করেন, যা তিনি অবশেষে ১৮৯৬ সালে প্রকাশ করেন। এই রেপার্টরিটি ছাড়া হেরিংয়ের মেটেরিয়া মেডিকার বহুল-বিস্তৃতি বাস্তবে সম্ভব হতো না।
যদিও তিনি বইটির শেষে “relationships” চ্যাপ্টারটি যোগ করেছেন, কিন্তু এর মূল গঠনকাঠামো Guiding Symptoms এর সাথে সমন্বিত রেখে, সম্পূর্ণ গ্রন্থটি তদনুসারেই রচনা করেন এবং ঔষধগুলোতে তিনি ৪টি গ্রেডমার্ক যোগ করেন। তার এই কাজের দরুনই এই বিশাল গ্রন্থটি নিত্যদিনকার অনুশীলনে ব্যবহারোপযোগী ও প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিলো।
নারের রেপার্টরিটি সেই প্রকারের রেপার্টরি, যেটিতে হ্যানিমানের নির্দেশিত বর্ণমালা সূচী অনুসরণ করা হয়েছে। এটিকে ‘Concordance’ রেপার্টরি বলা হয়, যাতে একদম খাঁটি ও পরীক্ষিত রুব্রিকগুলো লিপিবদ্ধ করা হয়েছে- যার দরুন তাকে ‘Puritan group’ গ্রুপের অন্তর্ভুক্ত রেপার্টরি বলে স্বীকার করা হয়। এতে মানসিক, শরীরিক, স্থানীয়, আনুষঙ্গিক, ক্লিনিক্যাল ও টক্সিলোজিক্যাল লক্ষণাবলী বিধৃত করা হয়েছে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে Constitution & Stage of life নামে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে- যা রোগীর ধাতু-প্রকৃতিগত গুরত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা দান করে।
তুলনামূলক গবেষণার জন্য রেফারেন্স রেপার্টরি হিসাবে এই রেপার্টরির ভূমিকা সর্বজনস্বীকৃত। বিশেষ কোন দর্শনের উপর ভিত্তি করে এটি প্রস্তুত করা হয়নি। সিস্টেমিক রেপার্টরাইজেশনের চাইতে বরঞ্চ স্টাডি রেফারেন্স হিসাবেই এই রেপার্টরি বেশি ব্যবহৃত হয়। যে লক্ষণগুলোতে প্রুভারদের ভাষাগত প্রভেদের দরুণ গভীর অনুসন্ধানের প্রয়োজন পড়ে, সেখানে এই রেপার্টরিটি আমাদের বিশেষভাবে সহযোগিতা করে। বর্তমানে কম্পিউটারের ব্যবহার সুলভ হওয়ায়, সাধারণ সার্চ ফাংশন ব্যবহার করেই, নারের রেপার্টরির জটিলতা হ্রাস করে সহজেই তা নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
Julian Winston এই রেপার্টরি সম্বন্ধে মন্তব্য করেন,
“নারের রেপার্টরিতে যদিও প্যাথজেনিক ও ক্লিনিক্যাল তথ্যে সংমিশ্রিত অবস্থায় উপস্থাপন করা হয়েছে কিন্তু এতে এমন কিছু রুব্রিক রয়েছে, যা আজ পর্যন্তও অন্য কোন রেপার্টরিতে পাওয়া যাবে না।”
প্রথম প্রকারশের পর, নারের রেপার্টরিটি একটি সুদীর্ঘ সময় অপ্রকাশিত ছিলো। দীর্ঘদিনের চিঠিপত্রের যোগাযোগ ও আলোচনার পর ডা. নার Messrs. M. Bhattacharyya and Co. কে গ্রন্থটি প্রকাশের অনুমতি ও পাবলিকেশন সত্ত্ব দান করেন। তিনি সেসময় পুরো গ্রন্থটি নিয়ে আবার কাজ করেন এবং এই সংস্করণের জন্য কোন কোন অধ্যায় আবার নতুন করে লেখেন। ডা. কেলভিন নার তাঁর এই অমর কীর্তি সম্বন্ধে নিজে যে মন্তব্যটি করেন,
“We have only given the precious stones their settings. They have come from many mines. They have received the polish of years of clinical verification at the hands of our practitioners. Some shine with more brilliancy than others, all reflect the light of wisdom by which we are guided in healing the sick”
১৯৪১ সালে Homeopathic Herald এ তার স্মরণে Dr. W. A. Pearson লিখেন,
“কামাক স্ট্রিটে তার বাড়ীটি হোমিওপ্যাথি সংক্রান্ত বই, ছবি ও স্মারকে পূর্ণ ছিলো। কন্সট্যানটাইন হেরিংয়ের কাছে লেখা স্যামুয়েল হ্যানিমানের আসল চিঠিটি বোধহয় ছিলো সবচেয়ে মূল্যবান সম্পদ।”
“এই পত্রগুলোর কয়েকটা গতবছর Hospital Tidings এ প্রকাশিত হয়েছে এবং হোমিওপ্যাথি সম্বন্ধে অত্যন্ত নির্ভরযোগ্য কিছু তথ্য দিতে তা সক্ষম হয়েছে। এইসব ঐতিহাসিক কোষাগারের অধিকাংশই Hahnemann Medical College এ প্রদান করা হয়েছে।”
তার জীবন ছিলো নিরবচ্ছিন্নরূপে কর্মময়, এমনকি তিনি যখন শয্যাশায়ী ছিলেন, তখনও তিনি রোগীদের জন্য প্রেসক্রাইব করতেন। ১৯৪০ সালের ৩০ শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সেসময় ডা. পিয়ারসন তাকে আবারও যেভাবে স্মরণ করেন,
“ডা. নার একটি দীর্ঘ ও ফলপ্রসূ জীবন অতিবাহিত করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি মিশন এত সফলতার সাথে সম্পন্ন করায় আমাদের আনন্দিত হওয়া উচিৎ”।
তাঁর রচিত গ্রন্থ:
- 1878. Coup de Soleil; Sunstroke and it’s Homoeopathic Treatment. Chicago, IL: Duncan Brothers. 15p.
- 1878-1891. Hering’s Guiding Symptoms of the Materia Medica. Philadelphia, PA: The American Publishing Co. 10v.
- Drug Relationships.
- Conversation, Talks, Life And Times Of Hering. (1940)
- Repertory To Hering’s Guiding Symptoms Of Materia Medica – 2 Volumes. (1896)
- Repertory of Headache. (1894)

Discussion about this post