সংকলক: ডা. পি. গুপ্ত
Dr. Adolph Graf zur Lippe-Weissenfield (MD) প্রুশিয়ার অন্তর্গত Goerlitz এর নিকটবর্তী স্থানে ১৮১২ সালের ১১ই মে জন্মগ্রহণ করেন। তিনি বার্লিনে তাঁর সাধারণ পড়াশুনা সম্পন্ন করেন এবং ১৮৩৮ সালে উচ্চতর পড়াশুনার লক্ষ্যে ইউনাইটেড স্টেটসে চলে যান।
প্রথমে তিনি পেনসালভেনিয়ার বার্ক কাউন্টির রিডিংয়ে অবস্থান করেন এবং প্র্যাকটিস শুরু করেন। তাঁর জ্ঞানকে সমৃদ্ধ করার লক্ষ্যে, ১৮৩৮ সালের শরৎকালে তৎকালীন সময়ে পৃথিবীর একমাত্র ও প্রথম হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ পেনসালভেনিয়ার এলেনটাউনে প্রতিষ্ঠিত ‘North American Academy of the Homeopathic Healing Art’ এ ভর্তি হন, যা এলেনটাউন একাডেমি নামেও পরিচিত ছিলো। তিনি সেখানে C. Hering এবং W. Wesselhoeft এর সহপাঠী ছিলেন।
১৮৪১ সালে তিনি Drs. Wesselhoeft, Detwiller, Freitag এবং Romig এর সাথেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং হোমিওপ্যাথিক চিকিৎসাবিদ্যায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। Lippe বলেন, “এলেনটাউনের ডিপ্লোমা প্রাপ্তিটা এর অধিকারী ব্যক্তির নিকট একটি সম্মানস্বরূপ, কারণ এটি কেবলমাত্র যোগ্য আবেদনকারীই পেতে পারে। বহুজন তাতে উত্তীর্ণ হবার চেষ্টা করে অসমর্থ হিসাবে প্রত্যাখ্যাত হয়েছে।” এর কিছুদিন পরই এলেনটাউন একাডেমি বন্ধ হয়ে যায় এবং ডা. লিপই ছিলেন তাদের সর্বশেষ গ্র্যাজুয়েট।
সুগভীর অধ্যয়ন ও প্রশিক্ষণ শেষে, তিনি রিডিং থেকে ১৮৪১ সালে পেনসালভেনিয়ার Schuylkill County-র পটসভিলে গমন করেন এবং Dr. Charles Haeseler এর সাথে একত্রে সফলতার সাথে প্র্যাকটিস শুরু করেন।। ১৮৪৪ সাল পর্যন্ত তিনি সেখানে ক্রমবৃদ্ধিমান পসারের সাথে চিকিৎসা সেবা প্রদান করতে থাকেন এবং তিনি পেনসালভেনিয়ারই ক্রিসলেতে আরো বড় ক্ষেত্রে কাজ করার জন্য আহ্বায়িত হন। H. N. Guernsey এর ছেলে J. C Guernsey তার ‘History of homeopathy in Pennsylvania’-তে উল্লেখ করেন, “ক্রিসলেতে এবং পার্শ্ববর্তী যে সমস্ত কাউন্টিতে হোমিওপ্যাথি অজ্ঞাত ছিলো- ডা. লিপের প্রচেষ্টায় দ্বারা সেসমস্ত স্থানে সে আমাদের বিদ্যাশৈলীর একটি বৃহৎ ক্ষেত্র উন্মোচন করেন।”
এই সময়টুকুতে, ডা. লিপ কাম্বারল্যান্ড ভ্যালিতে সচরাচর আক্রমণ করা বিভিন্ন প্রকারের এপিডেমিকে তাঁর কৃত চিকিৎসায় অত্যন্ত সুখ্যাতি অর্জন করেন। অতঃপর ১৮৫০ সালে তিনি স্থায়ীভাবে ফিলাডেলফিয়াতে চলে যান এবং হোমিওপ্যাথিতে আরো পড়াশুনা অব্যাহত রাখার উদ্দেশ্য ক্রিসলে থেকে আরো দু’জন সঙ্গীকে সাথে করে নিয়ে যান। রিডিংয়ের গমন করার মাত্র এক বৎসর পর তাঁর স্থান আবারও পরিবর্তন করেন এবং ফিলাডেলফিয়ার কাম্বারল্যান্ড কাউন্টিতে প্র্যাকটিস শুরু করেন। ১৮৬৪ সালের জুন মাসে তিনি “Homoeopathic Medical College of Pennsylvania” এর ফ্যাকাল্টি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৮৬৪ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত তিনি এখানে ‘Homeopathic Medical College of Pennsylvania’ এর মেটেরিয়া মেডিকা বিভাগের প্রধানেরও পদটি অলংকৃত করে রাখেন। পরে তিনি ডা. হেরিংয়ের সাথে ‘প্যাথলজির মূল্য’ নিয়ে একটি কথা কাটাকাটির দরুন ফ্যাকাল্টির প্রেসিডেন্ট পদ ত্যাগ করেন।
ডা. লিপ তাঁর সময়ের হোমিওপ্যাথির সকল জ্যোতিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন। ১৮৬০ সালে তিনি যখন জার্মানি ভ্রমণ করেন, মুনস্টারে ভন বাউনিংহাউসেনের সাথে সাক্ষাৎ করেন। ‘The Organon’, ‘The Hahnemannian Monthly’, ‘The Homeopathic Physician’ এর মতো উন্নত জার্নালগুলোর বেশ কয়েকটি তাঁরই সহযোগিতায় প্রকাশিত হয়- যে জার্নালগুলোকে এ পর্যন্ত প্রকাশিত সবচেয়ে ভালো জার্নাল হিসাবে বিবেচনা করা হয়। প্রকৃত হোমিওপ্যাথির প্রতি তার অটল নিষ্ঠা ছিলো অতুলনীয়, এমনকি তার জীবনের শেষ দিনগুলোতেও!
আমাদের মহান চিকিৎসকদের ধারাবাহিকতায় ডা. লিপকে বাস্তব প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে সফল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান হিসাবে বিবেচনা করা হয় এবং ডা. হ্যানিমানের শিক্ষার সবচেয়ে প্রকৃত অনুসারীদের একজন হিসাবে মান্য করা হয়। তাঁর ব্যাপক-সংখ্যক প্রকাশনা হোমিওপ্যাথিক প্র্যাকটিসের নীল-নকশা প্রস্তুত করে। তাঁর ‘How to study Materia Medica’ লেকচারটি থেকে শুরু করে হ্যানিমানিয়ান হোমিওপ্যাথির ব্যাখ্যা আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতির চূড়ান্তরকম সফলতার অকাট্য প্রমাণ প্রদান করে।
১৮৪৬ সালের পর থেকে তিনি উচ্চশক্তির ঔষধ ব্যবহার করাকে সমর্থন করতেন এবং ক্রমান্বয়ে তিনি উচ্চতর ও উচ্চতম শক্তি ব্যবহার করতে থাকেন। যেমন- একিউট হে’ফিভারে জেলসিমিয়াম-20M পর্যন্ত ব্যবহারের পরামর্শ তিনি প্রদান করতেন। ‘পানি পেটে গিয়ে উষ্ণ হলেই বমি’- ফসফরাসের এই লক্ষণটির প্রাপ্তিতে তাঁর কথা আমাদের স্মরণ করতে হয়।
১৮৮৪/১৮৮৫ সালের শীতকালে তার একমাত্র মেয়ে (পূর্বেও এক মেয়ে মারা যায়) ও তার বড় ছেলে Constantine Lippe মৃত্যুবরণ করে। তাঁর ছেলে “Repertory of the More Characteristic Symptoms of the Materia Medica”-টি লিখে ইতোমধ্যে বেশ সুখ্যাতি অর্জন করেন- যে গ্রন্থটি থেকে পরবর্তীতে ডা. কেন্ট তার রেপার্টরি নিয়ে কাজ করার সময় একটি উৎস হিসাবে গ্রহণ করেন। ডা. লিপ এসময় কিছুদিন বাতজনিত কিছু সমস্যায় ভোগেন এবং তা থেকে উঠতে না উঠতেই সন্তানদের পর পর মৃত্যুর মতো এই চরম শোকে আক্রান্ত হন; আর এর কিছুদিন পরই তিনি প্লুরোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৮৮৮ সালের ২৩শে জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুর তিন বৎসর পর, ফিলাডেলফিয়ার “Medical Surgical and Maternity Hospital of the Women’s Homoeopathic Association of Pennsylvania” এ ১৮৮৪ সালে খোলা ‘Lippe Isolated Pavillion’ এ ডোনেশন প্রদান করার মাধ্যমে তাঁর একজন রোগী তাকে স্মরণ করেন। এই হাসপাতালে ডা. লিপ ১৮৮৬ সালের ১০ই মে ‘What is Homeopathy’ শিরোনামে একটি লেকচার প্রদান করেন এবং ১৮৮৭ সালের ১৩ই অক্টোবর ‘Hering Memorial Hospital’ হাসপাতালের উদ্ভোধনীতেও তিনি একটি বক্তব্য প্রদান করেন। মৃত্যুর পর তাঁর রোগীদের চিকিৎসার দায়িত্ব ডা. কেন্ট গ্রহণ করেন এবং ১৬ই অক্টোবর, ১৯৮৮ থেকে ডা. কেন্টই মেডিক্যাল কলেজে ডা. লিপের পড়ানোর বিষয় অর্গানন ও মেটেরিয়া মেডিকা পড়ানোর দায়িত্বে স্থলাভিষিক্ত হন।
ডা. এডলফ লিপের রচনাসমূহ:
- Keynotes and Redline Symptoms
- Textbook of Materia Medica (1866)
- এছাড়াও তিনি প্রচুর পরিমাণ প্রবন্ধ রচনা করেছেন- যেগুলো নিয়ে André Saine, ND সম্পাদিত ‘The Lessons in Pure Homeopathy’ নামে একটি গ্রন্থ খুব শিঘ্রী প্রকাশ পাবে বলে আশা করা যাচ্ছে।