(নাম, ঠিকানা রোগীর অনুমতিক্রমে প্রকাশ করা হলো) মো. হানিফ মিয়া পিতা: মো. মোগল মিয়া থানা: নবীনগর, পোস্ট + জেলা: ব্রাহ্মণবাড়িয়া বয়স: ৩৫ বছর পেশা: জেলে বিবাহিত জীবন: ১৪ বৎসর ১ ছেলে, ৩ মেয়ে কেইস আইডেন্টিফিকেশন নাম্বার: ০৫-০৮.১৯২ চিকিৎসা শুরুর তারিখ: ০৩/০১/২০১৬ ইং
৪/৫ বৎসর যাবৎ ঘাড় ও মাথার পেছন দিকে কামড়ানো ব্যাথা। ব্যথা মাথায় শুরু হয়ে ঘাড়ের দিকে নামে। রাতে শোয়ার ১/২ ঘন্টা পর ব্যথা শুরু হয়। উঠে হাঁটাচলা করলে করলে ব্যথা কমে। ব্যথার সময় মলম মালিশ করলে আরামবোধ হয়। মাঝে মাঝে নাকের ভেতর কামড়ায়। এর সাথে প্রচুর হাঁচি আসে। ঠান্ডা পরিবেশে, ধূলা-বালিতে গেলে বেশি হয়। হাঁচি হওয়ার পর কান গরম হয়ে যায়। কিছুক্ষণ পরিশ্রম করলেই শরীর প্রচুর দুর্বল হয়ে যায়। মাথা ব্যাথার জন্য দীর্ঘদিন এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছেন। তারা Allergic Rhinitis বলে ডায়াগনোসিস করেছেন। মাঝে মাঝে Urticaria হয়। ক্ষুধা কম লাগে।
রোগীর শরীরে শক্তি পান না। বিশেষ করে পা দু’টোতে বেশি দুর্বলতা বোধ করেন। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যান। পায়খানা পরিস্কারভাবে হয় না এবং পায়খানার বেগ আসার আগে পেটব্যথা করে, পায়খানার পরে কমে যায়। প্রস্রাব স্বাভাবিক। পিপাসা তেমন একটা লাগে না। শরীর প্রচুর ঘামে, বিশেষ করে পিঠে। ঘুম স্বাভাবিক, তবে ঘুমের মধ্যে দাঁত কাটেন। রোগী গরমে কাতর। স্বাদের দিক দিয়ে টক স্বাদটা বেশি পছন্দ, চর্বিও পছন্দ করেন।
১২ বছর আগে রোগীর চিকেন পক্স হয়। ১৭/১৮ বৎসর বয়সে বাম পায়ের হাটুর পেছনে পুড়ে যায়। ১৩/১৪ বৎসর বয়সে মাথায় বোঝা নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে কোমড়ে ব্যথা পান। গত ৪ বৎসর দুবাই গিয়ে রান্নার কাজ করেছেন। ২ বৎসর যাওয়ার পর নাক দিয়ে রক্ত আসত। ডাক্তারদের মন্তব্য ছিলো, গরম বাস্প নাকে যাওয়ার দরুন রক্তপাত হয়। ১০/ ১৫ মিনিট পর এমনিতেই বন্ধ হয়ে যেত। এরপর থেকেই বর্তমান সমস্যার শুরু। বংশে খুব জটিল রোগের প্রাদুর্ভাব নেই, বাবার বাত আছে।

সম্ভাব্য ঔষধ হিসাবে সালফারকে নোট করে রাখা হলো।
Gels – XM/1 dose in the morning
With Necessary conciliatory placebo
২০/০১/২০১৬
মাথাব্যথা অনেকটা কম। হাঁচিটাও বেশ কম আসে। পেটে কামড় দিয়ে পায়খানা হওয়াটাও প্রায় নাই। তবে শরীরের দুর্বলতা এখনো প্রায় একই রকম আছে। প্রায় ১৩ দিন যাবৎ রোগীর একধরণের শুকনো কাশি দেখা দিয়েছে। কাশিটি ভোর ৩ টা থেকে ৫ টার মধ্যে বেশি হয়। যখন হয় তখন একসাথে বেশ কিছুক্ষণ হয়।
Kali.c – 2c/8 BD
০৩/০১/২০১৬
মাথাব্যথা প্রায় নাই, অত্যন্ত হালকাভাবে ২/১ বার দেখা দিয়েছে। তবে হাচিটা প্রায় হচ্ছেই না, প্রচুর ধূলাবালিতে গেলে সামান্য ২/১টা হয় (যা একজন স্বাভাবিক সুস্থ মানুষেরও হতে পারে)। পেটে কামড় দিয়ে পায়খানা হওয়া বন্ধ হয়ে গেছে। এখন পায়খানা অনেকটা পরিস্কার। কাশি চলে গেছে। দুর্বলতা অনেকটা কম। কাশি এখনো সামান্য সামান্য আছে।
তবে, রোগী এবার জানালেন, বিদেশ থেকে ফিরে আসার পর থেকে রোগী যৌন দুর্বলতায় ভুগছেন। দ্রুত বীর্যপাত হচ্ছে।
kali.c – M/1 dose in the Morning
With Necessary conciliatory placebo
১৭/০২/২০১৬
রোগী সর্বদিক দিয়ে ভালো আছেন, কিন্তু যৌন সমস্যাটা একই রকম আছে।
Wait and see with Continuing the Placebo
০২/০৩/২০১৬
রোগীর পূর্বের অবস্থাগুলোর আর কোন অবনতি দেখা যায়নি। আগের সমস্যাগুলো নিয়ে রোগীর আর কোন অভিযোগ নেই কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যাটার এখনো কোনরকম উন্নতি হয়নি। ২/৩ দিন যাবৎ রোগীর সামান্য জ্বরভাবের সাথে হাঁচি দেখা দিয়েছে। সাথে ঠোটে জ্বরঠুঁটো হয়েছে। হাচিঁটা গোসলের পরে বাড়ে।
Nat.m – 2c/8 6-8hourly
With Continuing the Placebo
১৬/০৩/২০১৬
রোগীর যৌন সমস্যাটা ছাড়া আর কোন সমস্যা নেই। ভালোভাবে প্রশ্ন করে জানতে পারলাম। রোগী বিদেশে কারো সাথে যৌন সংসর্গ করেননি, হস্তমৈথুনও করেননি। যৌন পবিত্রতা খুব দৃঢ়ভাবে ধারণ করার চেষ্টা করেছেন কিন্তু প্রচন্ড স্বপ্নদোষ হতো সেসময়, এমনকি রাত্রে একাধিকবারও স্বপ্নদোষ দেখা দিতো।
সম্ভাব্য ঔষধ হিসাবে কনিয়ামকে নোট করে রাখা হলো।
Phos – M/4 BD
Then,
Agn.c – 30 ODM
৩০/০৩/২০১৬
সেক্সের সময় খানিকটা বৃদ্ধি পেয়েছে। লিঙ্গ আগের চেয়ে একটু শক্তও হচ্ছে বেশি। সামান্য সিজনাল ঠান্ডার ভাব হয়েছিলো ইতোমধ্যে কিন্তু সেরকম কাশি বা হাচিঁ আর হয়নি, এমনিতেই সেরে গেছে।
Continuing Placebo with,
Agn.c – 30/ 15 ODM
১৩/০৪/২০১৬
যৌন দুর্বলতা অনেকটাই কম মনে হচ্ছে এবং শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রোগী যথেষ্ঠ খুশি। কয়েকদিন আগে প্রচন্ড রোদ্রে বেশ কিছুক্ষণ কাজ করতে হয়, তারপর থেকে মাথাব্যথা আবার কিছুটা দেখা দিয়েছে, সাথে মাথা সময়ে সময়ে ঘুরাচ্ছেও। শরীরও বেশ দুর্বল লাগছে।
Gels – XM/1 E
With necessary Placebo
২৬/০৪/২০১৬
রোগী এমনিতে ভালো আছে কিন্তু মাথাব্যথা কমলেও পুরোপুরি নির্মূল হয়নি। শারিরীক দুর্বলতা এখনো একই আছে। মাথা ঘুরানো চলে গেছে। তবে, এখন নাক চুলকায়। পায়খানা কষা, শক্ত হয়, কোঁথ দিতে হয়। পানির পিপাসা বেড়েছে, একসাথে অনেকটুকু করে পানি খেতে ইচ্ছে করে। ঠান্ডা পানি খেতে খুব ইচ্ছে করে। ইদানিং রোগী লবণাক্ত খাবার পছন্দ করেন, যা আগে এতটা পছন্দ ছিলো না।
Nat.m – M/3 ODE
With Necessary Placebo
রোগীকে আর কোন ঔষধ দেবার প্রয়োজন হয় নি। এরপরও তিনি তাদের আত্মীয়দের মধ্যে থাকা আমার কিছু রোগীদের সাথে চেম্বারে এসেছেন। কিন্তু সার্বিকভাবে ভালো থাকায়, সমস্যা হলে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে চিকিৎসা স্থগিত রাখি এবং এখনো কোন ব্যাপারে তার চিকিৎসা নিতে আসার প্রয়োজন হয়নি।
Discussion about this post