নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসে হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর হোমিও ওষুধের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে একটি মহল। ইতোমধ্যে ওষুধ প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক হোমিওপ্যাথি ওষুধের দাম বৃদ্ধির খবর পাওয়া গেছে।
এদিকে হোমিওপ্যাথিক ওষুধের মূল্য বৃদ্ধি না করে পূর্বের দামে বিক্রির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হেমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হোমিওরত্ন ডা. দিলীপ কুমার।
এছাড়াও সকল হোমিওপ্যাথি পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের ওষুধ বহনে ব্যবহৃত সকল শিশি, কর্কসহ যাবতীয় জিনিসের মূল্যও আগের দামে বিক্রি করার জন্য অনুরোধ জানান তিনি।
অপরদিকে হোমিও ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জনিয়েছেন জাতীয় কেন্দ্রীয় চিকিৎসক উপকমিটির সদস্য সচিব ডাঃ হেমন্ত দাস। ৪ মের মধ্যে ওষুধ প্রস্তুতকারক ও আমদানিকারক কোম্পানিগুলো কার্যকর ব্যবস্থা না নিলে আগামী ৫ মে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।