নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান, মরহুম রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত চিকিৎসক এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
গত ১০ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে তার নিজবাসভবনে তার মৃত্যু হয়। এসময় তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের সভাপতি ডা. অপূর্ব কুমার দাস এবং সাধারণ সম্পাদক ডা. মো. শাহরিয়ার কবির।
এক শোকবার্তায় বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করা হয়।
