নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন হোমিওপ্যাথি কলেজসহ হাসপাতাল, মেডিকেল সেন্টারসহ হোমিও প্রাকটিশনারদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের নির্দেশে সরকারি কোষাগার থেকে প্রায় দুই হাজার পিপিই সংগ্রহ করে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

গত ১৩ এপ্রিল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে ৬২টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ ও সংলগ্ন হাসপাতাল এবং ৭টি মেডিকেল সেন্টার এবং এর বাইরে যারা নিয়মিত প্র্যাকটিস করছেন তাদের মধ্যে প্রায় দুই হাজার পিপিই বিতরণের কার্যক্রমন উদ্বোধন করা হয়। পিপিই বিতরণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।
বোর্ডের সিনিয়র মেম্বার ডাক্তার আশীষ শঙ্কর নিয়োগীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন হোমিওপ্যাথিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কারের পর থেকেই, বিভিন্ন মহামারীতে সফলতার সাথে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছেন। আর প্রতিটি ক্ষেত্রেই প্রচলিত চিকিৎসা ধারার তুলনায় হোমিওপ্যাথির সফলতা ছিলো আশ্চর্যজনক রকমের বেশি। সেই ধারাবাহিকতায় চলমান মহামারী প্রতিরোধে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের উদ্যোগে করোনা আক্রান্তদের হোমিওপ্যাথি চিকিৎসার আহ্বান জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বোর্ডের প্রদত্ত বিজ্ঞপ্তির আলোকে দেশের প্রায় সকল জেলাতে হোমিও চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।

Discussion about this post