নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে হোমিওপ্যাথির ৭৫তম আন্তর্জাতিক কংগ্রেস স্থগিত করা হয়েছে।
এক বার্তায় হোমিওপ্যাথির আন্তর্জাতিক সংস্থা ‘লিগা মেডিকোরাম হোমিওপ্যাথিকা ইন্টারন্যাশনালিজ (এলএমএইচআই)’ এর ২০২০ উদযাপন কমিটি এই তথ্য জানিয়েছে।
আগামী ২৪-২৭ জুন এই আন্তর্জাতিক কংগ্রেস তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার্তায় জানানো হয়- পরবর্তীতের কংগ্রেসের তারিখ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে করোনাভাইরাসের প্রথম উপস্থিতি ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫০ হাজার ৪৩০, মারা গেছেন ৪৮ হাজার ২৭৬ এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২ হাজার ৬২৭ জন।
সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।