কেউ কেউ বলেছেন হোমিওপ্যাথিতে Family History-এর উপর ভিত্তি করে ওষুধ দেবার কথা হ্যানিম্যান বলেননি। আবার কেউ বলেছেন বংশগতির নিয়ম অনুসারে বাবা-মায়ের রোগ সব সন্তান পায় না (ধ্রুবসত্য), তাই চিকিৎসা করতে গিয়ে রোগীর মধ্যে যা পাবো তার ভিত্তিতে ওষুধ দেব। আপাতদৃষ্টিতে অকাট্য যুক্তি বলে মনে হচ্ছে।
বংশগতি বিজ্ঞান বলছে, সন্তান উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষের সব বৈশিষ্ট্য অর্জন করে। এই বৈশিষ্ট্য দুই প্রকারের-
- প্রকট বৈশিষ্ট্য- যা আমরা দেখতে পাই বা বুঝতে পারি।
- প্রচ্ছন্ন বৈশিষ্ট্য- যা উত্তেজক কারণে সক্রিয় হয়ে প্রকাশ ও বিকাশ হয়।
এটা শুধু রোগের ক্ষেত্রে নয়, সন্তানের মানসিক ও শারীরিক সব বৈশিষ্ট্যের ক্ষেত্রেও সত্য। আমি এখানে রোগের ক্ষেত্র নিয়ে আলোচনা করছি। যেমন- মধুমেহ (Diabetes Type- 1 & 2). Type-1 – প্রকট বৈশিষ্ট্যের রোগ -এটা বাচ্চাদের হয়। যেখানে অগ্নাশয় গ্রন্থি (Pancreas) Insulin তৈরি করতে পারে না। কারণ অজানা। তবে বিজ্ঞানীরা মনে করেন, HLA-DQA1, HLA-DQB1, HLA-DRB1 জিনের বিশেষ ভূমিকা আছে। এখানে অ্যালোপ্যাথিক পদ্ধতি রোগের কারণতত্ত্ব সূক্ষ্মতর মাধ্যম জিনের মধ্যে খুঁজছেন আর আমরা খুঁজি আরো সূক্ষ্ম শক্তিস্তরে অর্থাৎ মায়াজমে। এই রোগের কারণ Syphilitic Miasm. Syphilitic miasma ভ্রুণের Messodermal tissue-কে আক্রমণ করে। Messodermal tissue থেকে অগ্নাশয় (Pancreas) তৈরি হয়।
ডঃ এ. আর. খুদাবক্স (Ph.D, Department of zoology, Kalyani University) পরীক্ষায় প্রমাণ করেছেন- হোমিওপ্যাথিক ওষুধ জিনের পরিবর্তন করতে পারে। আমি মনে করি উক্ত রোগে জিনের উপর হোমিওপ্যাথি ওষুধ (সদৃশ পদ্ধতিতে) কি ধরনের পরিবর্তন করতে পারে তার গবেষণা হওয়া বিশেষ প্রয়োজন। তাতে হয়তো জ্ঞান ও চিকিৎসার নতুন দিগন্ত খুলে যেতে পারে।
হ্যানিম্যান রোগের প্রকৃত কারণ মায়াজম আবিষ্কার করেছিলেন। সেই সময়ে তিনি Syphilis ও Sycosis Miasm-এর মাত্র ১০টি লক্ষণ আবিষ্কার করতে পেরেছিলেন। পরবর্তীকালে Drs. Kent, J. H. Allen, Roberts, J.N. Kanjilal-এর দেখানো পথে আমরা আরো সমৃদ্ধ হয়েছি। তাই আমার বিনীত প্রশ্ন Syphilis ও Sycosis Miasm দ্বারা সৃষ্ট রোগগুলি কি Anti-Psoric দিলে চলে যাবে? আর এই বিষয়ে Dr. Allen আমাদের দিশা দিয়েছেন। হ্যানিম্যান আমাদের RATIONAL হতে বলেছেন- অন্ধভক্তি বা ব্যক্তিপূজা করতে বলেননি। মধুমেহ-Type-2- প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের রোগ। সঠিক সময়ে ও অনুকূল পরিস্থিতিতে এ রোগ সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব।
হোমিওপ্যাথিতে FAMILY HISTORY- এর গুরুত্ব সম্পর্কে Dr. K .C. DAS বলতেন,
“EVERY LIFE COMES FROM PREVIOUS LIFE”
এই ধ্রুবসত্য কথাটির সঙ্গে যোগ করতে হবে,
“EVERY SICKNESS (NOT DISEASE) COMES FROM THE PREVIOUS SICKNESS OF THE FOREFATHERS”
সেই কারণে হ্যানিম্যান গর্ভবতী মাকে ওষুধ দেবার কথা বলেছেন। তাহলে বন্ধু Previous life -কে বাদ দিয়ে হোমিওপ্যাথি করা কি সম্ভব?
কয়েকটি ঘটনা বলছি-
(১) সালটি সম্ভবত ১৯৮৬। Dr.K.C. DAS এর চেম্বার। রেলের বড় অফিসারের ১৫ বছরের মেয়েটি আমাদের রোগী। মেয়েটি চতুর্থ শ্রেণিতে ওঠার পর দেখা যায় পড়াশোনা মনে রাখতে পারছে না এবং বন্ধুদের এড়িয়ে চলছে। পঞ্চম শ্রেণিতে কোনোরকমে পাশ করে পড়াশোনা বন্ধ। এখন কারো সঙ্গে মেশে না। সর্বপ্রকারে ব্যর্থ হবার পর তিনি এসেছেন। তার Record করতে গিয়ে তার বাবা বললেন, মেয়েটি ঠিক ঠাকুমার মতো ফুপিয়ে কাঁদে আর কিছু আচরণ ঠাকুমার মতো- যা আগে ছিল না। স্যার Placebo দিয়ে ১৫ দিন পরে ঠাকুমাকে আনতে বললেন। ঠাকুমার Record করে পাওয়া গেল, তিনি NATRUM MUR -এর রোগী। স্যার মেয়েটিকে দিলেন NATRUM MUR-CM. ছয় মাস পর্যন্ত কিছু বোঝা গেল না। আমরা অস্থির হয়ে পড়েছি। পরের মাসে পেটে একটি দাদ বেরিয়েছে শুনে বললাম Herring Law Follow করছে Centre to Periphery. স্যার বকা দিয়ে বললেন, Centre কোথায় ভালো হচ্ছে? দু’মাস পরে পূজার পরে মেয়েটি আসলো দেখাতে। মেয়েটির মুখের পরিবর্তন দেখে আমরা সবাই অবাক। তার বাবা বললেন অনেক বছর পরে মেয়েটি নিজে ঠাকুর দেখেছে আর বন্ধুদের বাড়ি-বাড়ি ঘুরেছে। স্যার বললেন দেখ এবার Centre ঠিক আছে। রোগীটি সম্পূর্ণ আরোগ্য হয়েছিল।
(২) কাকদ্বীপের ডা. ঘোড়ই একটি রোগী দিয়েছিলেন। রোগীটি প্রতিবন্ধী। বিভিন্ন আওয়াজ করলেও মা-বাবা বলতে পারতো না। দাঁড়াতে পারতো না। প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে জ্বর ও সর্দি, কাশি হতো আবার নিজে নিজেই সেরে যেত। বহুকষ্টে ও বহু অনুসন্ধানের পর জানা গেলো- ছেলের জন্মের ৩ বছর আগে মায়ের ভয়ংকর অপমানের কথা। ঘটনাটি বলতে গিয়ে আমাদের সামনে মা ১৫ মিনিট ধরে কান্না করে চলে। তাকে আমি STAPHISAGRIA-10M দিয়ে শুরু করি। বাচ্চাটি অনেক ভালো আছে। এখন ডা. ঘোড়ই দেখছেন।
(৩) বছর ১৫ আগে একজন ৬০ বছরের মহিলা Hyperacidity ও Knee joint pain নিয়ে আমার কাছে আসেন। তার FAMILY HISTORY-তে দেখতে পাই বাবা, কাকা, মাসি, তিন দাদার Rectal Cancer-এ মারা গেছেন। তার মা- মাসি Fastidious ছিলেন। তাকে Carcinocin-30 বেশ ভয়ে ভয়ে প্রদান করি। কারণ তার Present Complain অনুযায়ী Carcinocin দেওয়া সম্ভব ছিল না। অসাধারণ ফল পেয়েছিলাম।
(৪) Dr. J. N. KANJILAL-এর অসাধারণ Prescription-এর কথা বলছি। Natrum Mur-এর Mind আর Sycotic base থাকলে Medorrhinum দিতে হবে। Sycotic base বুঝতে হলে FAMILY HISTORY, PAST HISTORY বুঝতে হবে।
(৬) ধরুন মায়ের Tumour (Sycotic) আছে। কিন্তু সন্তানের মধ্যে Tumour না থাকলেও কোন অসুবিধা নেই। সন্তান স্বার্থপর, ঈর্ষাপরায়ণ ইত্যাদি থাকলেও চলবে কারণ এগুলি Sycotic symptoms.
আশা করি সমীকরণ পেয়ে গেছেন। এইভাবে FAMILY HISTORY, PAST HISTORY, PRESENT COMPLAIN থেকে Dominant Miasm-টিকে চিহ্নিত করতে হয়। সুতরাং FAMILY HISTORY কে বাদ দিয়ে চিকিৎসা করা মানে উৎসকে অস্বীকার করা, আর আপনার Prescription -কে পিতৃ-মাতৃহীন অনাথে পরিণত করা। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। জয়তু হ্যানিম্যান।
Discussion about this post