মিসেস রিয়া চ্যাটার্জি। বয়স ২০ বৎসর। ধামুয়া নিবাসী। গৃহিনী। তিনি PCOD Syndrome with retroverted, retroflex uterus এ আক্রান্ত বলে ডায়াগনোসড হন। হোমিওপ্যাথিক কেইস-টেকিংয়ে তার মধ্যে একটি মিক্সড মায়াজমেটিক স্টেটে দেখতে পাওয়া যায়। তার স্বামী, আমার প্রিয় ছোটভাই আমার প্রতি অসীম আস্থায় তার রোগ আরোগ্য করার দায়িত্ব অর্জন করে। তার ইচ্ছা ছিলো কোনরকম সার্জিকাল উপায় অবলম্বন না করে, রোগীর প্রকৃত এন্টিমায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে রোগ ও রোগীর রোগপ্রবণতা দু’টোকেই চিরতরে নির্মূল করা। (রোগী ও তার স্বামীর অনুমতিক্রমে রোগীর নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে )
বর্তমান সমস্যা:
রোগীর ঋতুস্রাব নিয়মিত, ২-৩ দিন থাকে, পরিমাণে খুবই অল্প এবং কালচে লাল রংয়ের রক্ত। সাদাস্রাব আছে এবং সাদাস্রাব বেশি নির্গত হবার আগে তলপেটে ব্যথা হয়, ব্যথাটি উরুর সামনের দিকে বিস্তৃত হয়। গরম সেঁক ও গরম পানিতে ব্যথাটি কমে।
- সাদাস্রাব- অল্প, হলুদ ও ঋতুস্রাবের আগে বৃদ্ধি পায়।
- মুখে দুর্গন্ধ। ঘন ঘন প্রস্রাবের বেগ।
- হাটুদুটো ব্যথা, পা ভাঁজ করতে গেলে বৃদ্ধি পায়। পায়ের গোছা ও উরুতে লালচে দাগের মতো ফোলা
- শরীর দুর্বল। মাথায় খুসকি আছে। দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে।
- পায়খানা – অনিয়মিত, কষা। কিছুটা বেরিয়ে আবার ভেতরে ঢুকে যায়।
- বার বার হাত ধোঁয়ার শুচীবায়ুগ্রস্ততা আছে।
অতীত ইতিহাস:
- কানের পেছনে চর্মোদ্ভেদ, মলম দিয়ে কিছুটা দমন করে রাখা হয়।
- শিশুকালে রাত্রে কান্না করে উঠতো।
- জন্ডিস হবার ইতিহাস আছে।
পারিবারিক ইতিহাস:
*টিবি, গলব্লাডার স্টোন, আর্থ্রাইটিস, হাইপারটেনশন, এলকোহলিজম, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, ডায়াবেটিস, স্টিলবার্থ, বোবা ও কালা, হাইপোথাইরয়েডিজম, বার বার হাত ধোঁয়ার প্রবণতা (অবসেসিভ নিউরোসিস)
সার্বিক লক্ষণাবলী:
১. শারীরিক-
- রোগী গরমকাতর, হালকা গড়নের, জন্মদাগ সুস্পষ্ট
- খাদ্য-পছন্দ: টক (++), ঝাল (+), লবণ, মাছ (+), স্মোকড মিট, ডিম (ভাজা +), ভাত, হালকা উষ্ণ খাদ্য
- অপছন্দ: মিষ্টি, তেতো, দুধ
- পিপাসা: বেশির দিকে।
- ঘাম: ভালোরকম ঘামে। মুখ ও গলা বেশি ঘামে।
- ঘুম: স্বাভাবিক, উপুর হয়ে ঘুমায়।
- গোসল: গরমের দিনে একাধিক বার করে; হালকা উষ্ণ পানিতে।
২. মানসিক-
- গরম মেজাজ, রাগ উঠলে মারতেও পারে
- একা থাকতে, অন্ধকারে, তেলাপোকায় ও মাকড়শায় ভয়
- বেড়াতে, গান গাইতে ও নাচতে ভালোবাসে
- খুব সহজেই মন খারাপ করে
- প্রতিহিংসাপরায়ণ
- মতের বিরুদ্ধে গেলেই রেগে যায়
- সান্তনা দিলে নখ কামড়ায়
- খুঁতখুতে- বিশেষ করে তার চেহারা, সাজসজ্জা এবং অলংকার বাছাইতে।
- বৃষ্টি উপভোগ করে।
- স্মৃতিশক্তি মাঝামাঝি।

Investigations:
• USG whole abd. 25/09/18- retroverted, retroflex uterus; polycystic changes in L ovary
• Blood reports- Hb% = 11.1 gm% 23/09/18
• Prolactin- 30.96 ng/ml▲ (22.95 on 04/01/19), TSH- 1.44 iu/ml, A(+ve) blood group
• USG lower abd.(01/01/2020 )- normal appearance of L ovary, retroverted uterus is corrected;
যদিও রেপার্টরি প্রেজেন্টেশনের লাইকোপোডিয়াম নির্দেশত হচ্ছিলো- তথাপি আমি তাকে তার নিম্নোক্ত নির্দেশক লক্ষণগুলোর সাথে, তার মধ্যে থাকা প্রবল কার্সিনোজেনিক মায়াজমের উপস্থিতির দরুন ২১/০৩/১৯ ইং তারিখে কার্সিনোসিন – ২০০ ও ০১/০৮/১৯ ইং তারিখে কার্সিনোসিন – ১এম প্রয়োগ করি-
১. পারিবারিক ইতিহাসে বিভিন্ন ধরণের ক্রনিক রোগগুলোরে উপস্থিতি
২. খুঁতখুতে স্বভাব
৩. কাফে-আউ-লেইট (café au lait) স্পটের বিদ্যমানতা
৪. বেড়ানো ও নাচের প্রতি আকাঙ্ক্ষা
৫. বৃষ্টি দেখতে পছন্দ করা
৬. সান্ত্বনায় বৃদ্ধি
৭. উপুর হয়ে শোয়া
তার সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট, পরীক্ষা-নিরীক্ষা, রেপার্টরাইজেশন, চিকিৎসার রেকর্ড এখানে কেইসটি বিশ্লেষণের জন্য প্রদত্ত হয়েছে।