দৈনন্দিন জীবনে যে ঔষধগুলো আমরা সচরাচর বিভিন্ন একিউটে ব্যবহার করি, স্বাভাবিকভাবেই সেগুলোর ক্ষেত্রে এমন একটি দৃষ্টিভঙ্গি সৃষ্টি হতে পারে, যেখানে মনে হয় ঔষধটি অগভীর, কম গুরুত্বপূর্ণ। কিন্তু বহুক্ষেত্রেই সেই দৃষ্টিভঙ্গিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, একটি ঔষধের প্রকৃত মূল্য বোঝার একটি উপায় হচ্ছে- তার মানসিক, সার্বদৈহিক লক্ষণ এবং রেপার্টরিতে তার রুব্রিকগুলিকে নিরীক্ষণ করা, বিচার করা। ঠিক এরকম একটা মেডিসিন রাসটক্স- যা আমরা আমাদের প্র্যাকটিসে প্রায় নিত্যদিন ব্যবহার করে থাকি এবং মূলত ঔষধটিকে সচরাচর জ্বর, শরীর ব্যথা (কামড়ানো) সহ কিছু Acute disease এ ব্যবহার করা হয়। সহজাতভাবেই, আমার মনেও ঔষধটি অগভীর বলে প্রচ্ছন্ন একটি ধারণা চলে এসেছিলো কিন্তু আজ সিন্থেসিস রেপার্টরিতে রাসটক্সের সুপার গ্রেড রুব্রিকগুলি দেখে আমার চোখ কপালে ওঠে যাবার অবস্থা! কতই না গুরুত্বপূর্ণ লক্ষণ এই মেডিসিনটি প্রকাশ করে থাকে! কিন্তু জানা না থাকায়, গভীরভাবে কখনো এটিকে নিরীক্ষণ না করায় – ব্যবহারের সুযোগও পাই না।
সিন্থেসিস রেপার্টরিতে রাসটক্স এর ১৮টি সুপার গ্রেড রুব্রিক আছে – উল্লেখ্য যে, সুপার গ্রেড রুব্রিকগুলির গাণিতিক মান চার এবং সিন্থেসিসে এটিই সর্বোচ্চ মান। রুব্রিকের তথ্যগুলোকে যথাসম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রথমে প্রতিটি রুব্রিকের রেপার্টরিতে থাকা চ্যাপ্টারের নাম উল্লেখ করে রুব্রিকটিকে লেখা হয়েছে, এরপর থার্ড ব্রাকেটে ‘[]’ উক্ত রুব্রিকটিতে কয়টি ঔষধ আছে, তা উল্লেখ করা হয়েছে এবং এরপর ফার্স্ট ব্রাকেটে ‘()’ সবার বোঝার সুবিধার্থে রুব্রিকটির বাংলা অনুবাদ উল্লেখ করা হয়েছে ও অবশেষে ঔষধের নাম উল্লেখ করেছি। প্রায় প্রতিটি রুব্রিকেই বহু সংখ্যক ঔষধ আছে কিন্তু প্রতিটিতেই রাস-টক্স সুপার গ্রেডে আছে। রাসটক্স ছাড়াও নিতান্ত উপরের দিকের গ্রেডের, বা সুপারগ্রেডের আরো ২/১ টি ঔষধের নাম- সাথে উল্লেখ করা হয়েছে।তো চলুন বন্ধুরা, রাসটক্স মেডিসিনের সুপার গ্রেড রুব্রিক (লক্ষণ) গুলি দেখে নিই-
- MIND : RESTLESSNESS, Children in [63] (মানসিকভাবে অস্থির প্রকৃতির শিশু) – RHUS.TOX (4), ACON (3), MERC.SOL (3)
- FACE : SWELLING, Eyes, around [41] (চোখের চারদিকের মুখমণ্ডল ফুলে যায়) – RHUS.TOX (4), APIS (3) KALI.C (3)
- MOUTH: DISCOLORATION, Tongue, white, side, one [9] – RHUS.TOX (4)
- MOUTH: INDENTED, Tongue [56] – RHUS.TOX (4) [এতোদিন এই লক্ষণে কেবলমাত্র মার্কসলকেই স্মরণ হতো কিন্তু রেপার্টরিতে মার্কসল 1st grd]
- EXTERNAL THROAT: PERSPIRATION [25] (বাহ্যগলদেশে ঘাম) – RHUS.TOX (4), STANN (3)
- MALE GENITALIA: SWELLING, Penis, prepuce [37] (লিঙ্গের অগ্রভাগের বাড়তি চামড়া ফুলে গেলে) – RHUS.TOX (4)
- EXTRIMITIES: CRAMPS, Leg, calves, walking after, agg [3] (হাঁটাহাটি করে পায়ের গুম্ফের পেশীতে কামড়ানো ব্যথা বেড়ে গেলে) – RHUS.TOX (4)
- EXTRIMITIES: Milk leg (Phlebitis) [44] (পায়ে বহমান শিরাগুলোতে প্রদাহ) – CALC (4), LACH (4) RHUS.TOX (4)
- EXTRIMITIES PAIN: MORNING [16] (হাত-পায়ের ব্যথা, সকালে বৃদ্ধি) – RHUS.TOX (4)
- EXTRIMITIES PAIN: HIP JOINTS, morning [8] (সকাল বেলা হিপ জয়েন্টে ব্যথা) – RHUS.TOX (4)
- EXTRIMITIES PAIN: JOINTS, Morning [11] (সকালবেলা হাতপায়ের জয়েন্টে ব্যথা) – RHUS.TOX (4), NUX.V (3)
- EXTRIMITIES PAIN: UPPER ARMS, Left [15] (বাম বাহুতে ব্যথা) – RHUS.TOX (4)
- SLEEP: POSITION, Back on [88] (চিৎ হয়ে ঘুমায়) – RHUS.TOX (4), PULS (4)
- SKIN: ERUPTION, Eczema [196] (চামড়ায় একজিমা জাতীয় উদ্ভেদ) – GRAPH (4), RHUS.TOX (4), SULPH (4)
- SKIN: ERUPTION, Urticaria, cold air, agg [10] (শরীরে ঠান্ডা বাতাস লাগালেই আমবাত দেখা দেয়)- RHUS.TOX (4)
- SKIN: ERUPTION, Urticaria, wet, from becoming [1] (শরীর ভিজলেই আমবাত দেখা দেয়) – RHUS.TOX (4) [একমাত্র ঔষধ]
- GENERALS: EXERTION, Physical, amel [51] (সার্বদৈহিক পরিশ্রমে, উপশম বোধ করে) – RHUS.TOX (4), SEP (4)
- GENERALS: WEATHER, Changes of, weather, agg [109] (আবহাওয়া পরিবর্তন হলেই সমস্যা বেড়ে যায়) – DULC (4), RHUS.TOX (4)
Discussion about this post