ঋতুর পরিবর্তন, অত্যাধিক ঠান্ডা বা গরম লাগা, ঝড়ো হাওয়া, বৃষ্টিতে ভেজা ইত্যাদি কারণে মোরগ ও মুরগির সর্দি, কাশি, জ্বর হয়ে থাকে। এর দরুণ মোরগ ও মুরগির শরীরে ব্যাথা, সর্দির স্রাবের সাথে হাঁচি হতে পারে। এ রোগের জন্যে লক্ষণ ভেদে হোমিওপ্যাথিক অনেক ধরনের ঔষধ রয়েছে। তবে দেশী মোরগ ও মুরগির জন্যে নিচের ঔষধ গুলো প্রয়োগ করে ভাল ফলাফল পাওয়া যায়-
- একোনাইট: শীত কালের ঠান্ডা বা গ্রীষ্মের গরমে কিংবা নাক মুখ দিয়ে ধুলা বালি ঢুকে সর্দি হলে এবং সাথে সর্দি স্রাব তরল, হাঁচি, কাশি ও জ্বর থাকে তবে একোনাইট ২০০ প্রয়োগে আরোগ্য হয়। (শীতকালীন সর্দি, কাশিতে একোনাইট বিশেষ কার্যকরী)
- এলিয়াম সেপা: সর্দির সাথে হাঁচির পর হাঁচি হতে থাকে এবং নাক, চোখ হতে পানি আসে, তবে এলিয়াম সিপা ২০০ প্রয়োগে আরোগ্য হয় ।
- রাসটক্স: ঝড়ো হাওয়ায়, বর্ষায় বৃষ্টিতে ভিঁজলে বা স্যাঁতসেতে জায়গার কারণে মোরগ ও মুরগির সর্দি, কাশি, জ্বর হলে রাসটক্স ২০০ উপকারী।
- ডালকামারা: শরৎ কালে যখন দিনে গরম- রাতে ঠান্ডা বোধ হয়, তখন সার্দি, জ্বর ও কাশিতে ডালকামারা ২০০ উপকার পাবার ব্যাপক সম্ভাবনা থাকে। এসময় এ ঔষধটির কথা স্মরণে রাখতে হবে।
- জেলসিমিয়াম: মোরগ ও মুরগির সর্দি, কাশি, জ্বরের সময় যদি ঝিমায়, নিস্তেজভাবে চুপ করে থাকে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, উলটে যেতে চায়৷ তাহলে এই অবস্থায় জেলসিমিয়াম ২০০ খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধিঃ
- কম সংখ্যক মোরগ ও মুরগির জন্যে সরাসরি ১ থেকে ২ ফোটা করে দিনে ২/৩ বার খাওয়াতে হবে।
- বেশী সংখ্যক (১০ টি) মোরগ ও মুরগির জন্যে ০/১ শক্তি (২০ ফোঁটা) ঔষধ ১ লিটার পানিতে মিশিয়ে দিনে ২/৩ বার খাওয়াতে হবে।
মোরগ ও মুরগির ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বরের জন্যে হোমিও ঔষধের কার্যকরী কম্বিনেশন
একোনাইট (৩০ বা ২০০) + জেলসিমিয়াম (৩০ বা ২০০) + ডালকামারা (৩০ বা ২০০) + এলিয়াম সিপা (৩০ বা ২০০)
- প্রতি মোরগ ও মুরগির জন্যে প্রত্যেক ঔষধের ১-২ ফোটা অল্প পানিতে মিশিয়ে দিনে ৩ বার এবং ৩-৫ দিন খাওয়াতে হবে।
- বেশি সংখ্যক মোরগ ও মুরগির জন্যে (এখানে ১০ টি) প্রত্যেক ঔষধের ১ মিলি, ১ লিটার পানিতে মিশিয়ে দিনে ৩ বার এবং ৩-৫ দিন খাওয়াতে হবে।
(এই কম্বিনেশনটি শুধু শরতে ঠান্ডা, সর্দি, কাশি ও জ্বরের জন্যে )
Discussion about this post