নিউজ ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন করোনা আক্রান্ত তিন রোগী। তাদের মধ্যে একজন মহিলা এবং দু’জন পুরুষ ছিলেন। তাদের বয়স যথাক্রমে ৪৫, ৫০ এবং ২৭ বছর
করোনা আক্রান্তের পর ১০ দিন হোমিওপ্যাথিক হাসপাতালে রেখে চিকিৎসার পর ওই তিন জনের আবারও করোনা পরীক্ষা করা হয়। সেখানে প্রথমবার করোনা রোগীর উপরে হোমিওপ্যাথি চিকিৎসা প্রয়োগ করে সাফল্য পায় হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
এরআগে গত ১৩ মে থেকে করোনার হাল্কা উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন রোগীকে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার পর এই তিন জন রোগীর রিপোর্টই পজিটিভ আসে।
দশ দিন ওই হোমিওপ্যাথিক হাসপাতালে রেখে চিকিৎসার পর ওই তিন জনের আবারও করোনা পরীক্ষা করা হয়। এতে তাঁদের পরীক্ষার ফল নেগেটিভ আসে।ফলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে এ দিনই ওই তিনজনকে ছুটি দেওয়া হয়।
ওই হোমিওপ্যাথিক হাসপাতালের চিকিৎসকরা জানান, সংক্রমণের একেবারে প্রাথমিক স্তরেই হোমিওপ্যাথি চিকিৎসা প্রয়োগ করায় সুফল মিলেছে।মৃদু উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রেই হাইড্রক্সিক্লোরোকুইনের বদলে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা যায়।
ওই চিকিৎসকরা জানিয়েছেন, Bryonia alba 200, Arsenic album 200, Kali Carb 200 এবং Pulsatilla 30, এই চারটি ওষুধ প্রয়োগ করেই সুস্থ করা গিয়েছে তিনজন রোগীকে।
এরআগেও ভারতে হোমিওপ্যাথি চিকিৎসায় করোনা রোগ থেকে সাফল্যের খবর পাওয়া গেছে।