অনুবাদ: ডা. পি. গুপ্ত :
গবেষণাকারীবৃন্দ:
১. Seema Rajesh Deshpande , Associate Professor & HOD (Obs/Gyn), MNR Homoeopathic Medical College & Hospital, Telangana, India
২. Shilpa Ramrao Patil, Assistant Professor (Repertory), MNR Homoeopathic Medical College & Hospital, Telangana, India
Seema Rajesh Deshpande ও Shilpa Ramrao Patil
[International Journal of Homoeopathic Sciences 2019; 3(2): 35-37]
Abstruct
যুব সম্প্রদায় বর্তমান পৃথিবীর প্রতিযোগিতাকে অতিক্রম করার মুখোমুখি হয়ে ব্যাপক পরিমাণে পরিবর্তিত হয়েছে। কিন্তু তারা যেহেতু বাল্যকাল ও প্রাপ্তবয়স্কতার মাঝামাঝি অবস্থান করছে, কোনটি সঠিক আর কোনটি ভুল তা বিচার করার পরিপক্কতার অভাব তাদের রয়েছে। হোমিওপ্যাথি তার ‘হলিস্টিক’ এপ্রোচের দরুন মানুষকে ‘অখন্ড’-রূপে বিচার করে এবং রোগীর মানসিক লক্ষণের প্রতি অধিক গুরুত্বারোপ করে। এই নির্বন্ধটিতে আমরা বয়ঃসন্ধিকালে যে হোমিওপ্যাথিক ঔষধগুলো গুরুত্বপূর্ণ, তা রুব্রিকের মাধ্যমে স্টাডি করতে যাচ্ছি।
Introduction
বয়ঃসন্ধিকালটি পরিবার, বিদ্যালয়, কর্ম ও সামাজিক জীবনে প্রচন্ড মাত্রায় পুনরাভিযোজনে মানসিক ও শারীরিক দ্রুতগতিতে পরিবর্তনের সময়।[1] যেখানে বাচ্চাটি বেশ কিছু সংখ্যক আবেগসম্পর্কিত ও মানসিক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করে। বর্তমানে মাইক্রো-ফ্যামিলি প্যাটার্নের দরুন, পরিবারে কোন বয়ষ্ক ব্যক্তি না থাকায় কর্মজীবী বাবা-মায়ের নিকট বাচ্চারা তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে না, বাবা-মায়ের কাছ থেকে যথাযথ স্নেহ-ভালোবাসাটিও পায় না; কাজেই তারা রূক্ষ, বেপরোয়া, বিষণ্ন, সিদ্ধান্তহীন, আত্মহত্যাপ্রবণ, হত্যাকারী-মানসিকতার, উদ্বেগপূর্ণ ও পরিস্থিতিগত চাপে সম্মুখীন হয়। এ প্রকারের মানসিক পরিস্থিতি শারীরিক অবস্থা ও মানসিক আচরনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অর্থাৎ, শরীর ও মন, উভয়টিরই একটির আরেকটির প্রতি তাৎপর্যপূর্ণ প্রভাব থাকায়, যদি এ প্রকারের আবেগগুলো তারা ঠিকঠাকভাবে প্রকাশ করতে না পারে, এটি তাদের মনো-দৈহিক রোগের (Psychosomatic diseases) দিকে নিয়ে যেতে পারে।[2] হোমিওপ্যাথি শরীর ও মনকে পরস্পরের সাথে অন্তঃসংযুক্তরূপে বিবেচনা করে। কাজেই মানুষ যখন মানসিকভাবে আক্রান্ত হয়, তবে সে অসুস্থ হয়ে পড়ে। কাজেই সেখানে এমন ঔষধের প্রয়োজন যা শরীর ও মনের অবস্থানটির লক্ষণাবলীকে ধারণ করতে পারে। প্রতিটি ব্যক্তিই “অনন্য” এবং তাদের প্রকাশভঙ্গির পন্থাও আলাদা।
কিছু মানুষ এটিকে ইতিবাচক হিসাবে নেয় এবং খুব সহজেই এটিকে পাড়ি দিতে পারে। কিন্তু কিছু মানুষ এই অবস্থা এবং মানসিক ও শারীরিক পরিবর্তনে অনুপ্রবেশটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। কাজেই, এ ধরণের ব্যক্তিদের জন্য হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে ভালো উপায়। হোমিওপ্যাথি তিন-পায়া আসন- অর্গানন ও ফিলসফি, মেটেরিয়া মেডিকা ও রেপার্টরির ভিত্তির উপর দাঁড়ানো।[3] যেখানে রেপার্টরি রুব্রিকগুলোকে (লক্ষণের রেপার্টরিগত পরিভাষা) সংরক্ষণ করে ঔষধগুচ্ছে পৌঁছতে সহযোগিতা করে এবং মেটেরিয়া মেডিকার দ্বারা আরো তুলনামূলক বিচার– নিখূঁত সদৃশতম ঔষধটির নিকট পৌঁছে দেয়। নিচে বয়ঃসন্ধিকালের বয়স-সীমার জন্য প্রযোজ্য কিছু রুবিককে উল্লেখ করা হলো [4]-

Abandoned- Having been given up and deserted.
Absorbed – Engrossed.
Abusive/ Domineering/insolent/Insulting- Attacking in words, using or treating improperly.
Affronted- Being insulted. The state in which patient feels that he has been offended and abused intentionally.
Afraid –Filled with fear and apprehension.
Alcoholism- continued excessive or compulsive use of alcoholic drinks.
Aloof- Distant, in one’s social relations.
Ambition- An ardent desire for rank, fame or power.
Anarchist- one who rebels against any authority, established order or ruling power.
Antagonism- actively expressed opposition, hostility or antipathy.
Antisocial- Hostile to the well being of society.
Apathetic – No feelings or emotion.
Argumentative- Given to argument.
Arrogance/ Haughty/ Impertinence/Pompous- A feeling of superiority manifested in an overbearing manner.
Ashamed – Feeling shame, guilt or disgrace.
Attack others, desire to- to set upon forcefully.
Audacity/Defiant/Imprudence/pertinacity/Presumptuous/Stu bborn– Recklessly bold.
Authority refusal to accept, of another. – to accept command or laws.
Blaming- finding fault with, holding responsible for something deserving censure.
Break things, desire to/ Destructiveness.
Capriciousness/Inconstancy/Indecision/Irresolution- Disposition to change one’s mind impulsively.
Childish- Lacking maturity.
Cruelty- Disposed to cause suffering.
Debauchery/Lascivious/Lewdness/Libertinism/Satyriasis/Sh ameless- excessive indulgence in sensual pleasures.
Deceitful/ Dishonest/Liar / Manipulative– inclined to cheat.
Discipline want of- systemic method to obtain obedience.
Guilt sense of- Remorseful awareness of having done something wrong.
Heedless/Impulsive/Rashness- Thoughtless.
Hide desire to- Escape, attempts to
Homosexuality – sexual desire for others of one’s own sex.
Idleness/ – Lazy. Avoiding work.
Impatience- eager or restively desirous.
Indignation/offended easily/Resentment- anger aroused by one that is unjust, mean or unworthy.
Inferiority/Pusillanimous –A sense of inadequacy or a tendency to self – diminishment.
Insecurity – Want of confidence in self.
Irascibility/Irritability – Quality of being influenced by anger.
Love, A/F disappointed-
Mean/Selfishness –
Morphinism- Drug addiction.
Revengeful/Vindictive- Malicious
Squanders- To spend extravagantly, wasteful expenditure.

হোমিওপ্যাথিক চিকিৎসা:
Agnus castus: অতিরিক্ত যৌনক্রিয়া ও হস্তমৈথুন থেকে রোগের উৎপত্তি। স্মৃতিশক্তির ঘাটতি। আত্মহত্যার চিন্তা। যৌনশক্তির অপচয়ের দরুন অল্পবয়সে বয়স্ক দেখায়। স্নায়বিক শক্তির ঘাটতি।
Apis: ভয়, ক্রোধ, ক্ষোভ, ঈর্ষা, দুঃসংবাদ শোনা থেকে রোগের উৎপত্তি। অত্যন্ত ব্যস্ত থাকে। অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহারে এলোমেলোভাব। বার বার কাজের ধরণ বা পেশা পরিবর্তন করে। চরম খিটখিটে। সন্দেহপ্রবণ। সমস্যাগুলোর সাথে উগ্রতা ও চঞ্চলতার সমাবেশ থাকে।
Argentum Nitricum: অত্যন্ত উদ্বেগাকুল। যে কোন বিষয়ে আগাম বা প্রারম্ভিক উদ্বেগ। হঠকারী প্রবণতা। রাগের সাথে মাথাব্যথা। একরোখা।
Alumina: বুদ্ধিবৃত্তির উপর ক্রিয়া করে। মনের ধারণা ও চিন্তার বিশৃঙ্খল অবস্থা। একটি চিন্তাধারা অনুসরণ করতে পারে না। হঠকারী প্রবণতা। রক্ত বা ধারালো অস্ত্র দেখলে নিজেকে হত্যা করার একটা তাগাদা সৃষ্টি হয়। আত্ম-পরিচয় ও নিজের অস্তিত্ব সম্বন্ধে দ্বিধাগ্রস্ত।
Anacardium: ভয়, মনস্তাপ ও অপমানিত হওয়া থেকে রোগের উৎপত্তি। সিদ্ধান্ত নেবার ক্ষমতাহীন। দুর্বলচিত্ত। কোন কিছু বুঝতে সময় লাগে। দুর্বল স্মৃতিশক্তি। বুদ্ধির জড়তা ও ধীরতা। শপথ নেবার ও অভিশাপ দেবার দুর্দমনীয় স্পৃহা। নিজের মধ্যে দুই ধরণের ইচ্ছাশক্তি অনুভব করে। কোন কিছু সম্বন্ধে স্থির ধারণা নিয়ে বসে থাকে। অন্যের ক্ষতির চিন্তা করে। দুষ্ট-প্রকৃতির।
Aurum Metallicum: ‘জীবনের প্রতি বিতৃষ্ণা’। জীবনের ঘটনাগুলো ঠিকঠাক পথে না চললে, নিজেকেই অভিযুক্ত করে। মনে করে, কালো মেঘে তার মাথা আচ্ছন্ন, যা তার সমস্ত আলো ও আনন্দকে দূর করে দিয়েছে। আত্মহত্যার চিন্তাপ্রবণ, এমনকি এর প্রচেষ্টা চালানো এই প্রকারের গভীর বিষণ্নতার একটি চারিত্রিক বৈশিষ্ট্য। শারীরিক সমস্যাগুলো প্রায়শই হৃদপিণ্ডের গন্ডগোল, যেমন উচ্চরক্তচাপ বা বুক ধরফর করার সাথে দেখা দেয়। তারা তাদের বাবা-মা কর্তৃক পরিত্যাগকৃত বলে মনে করে, এজন্য একাকীত্বে ভোগে।
Baryta carb: ‘অপরিপক্কতা’। মনোযোগ ধরে রাখতে পারে না। বোধশক্তির হ্রাস। মনের জড়ত্ব। প্রতিক্রিয়াশক্তি, উৎসাহ-উদ্দীপনা, আগ্রহের অভাব। ভীতু, লাজুক। মানসিক ও দৈহিক বৃদ্ধি বাঁধাগ্রস্ত।
Belladona: “উন্মত্ততা”। অনুতাপবিহীন উগ্রতা বেলেডোনার গুরুত্বপূর্ণ মানসিক বৈশিষ্ট্য। ঘনিষ্ঠদের উপর মাতব্বরি করতে চায়, স্বৈরতান্ত্রিক আচরণ করে। দিবাস্বপ্ন দেখার প্রবণতা।.
Bufo Rana: আত্মরতির বাজে প্রতিক্রিয়া। হস্তমৈথুন করার জন্য নির্জনতা খোঁজে। অনিচ্ছাকৃত বীর্যপাত। দুর্বলচিত্ত শিশু। বুদ্ধির জড়তা।
Cantharis: মূত্রথলী ও জননাঙ্গের প্রদাহিত অবস্থা যৌন-প্রবৃত্তিকে জাগ্রত করে। তীব্র যৌন উন্মত্ততা। ধর্ম-বিরূপতা। অস্থিরতা অবশেষে ক্রোধে পরিণত হয়। প্রচন্ড প্রলাপযুক্ত অবস্থার সাথে যৌনচিন্তা ও কথাগুলো জড়িয়ে যায়। চিন্তা বিশৃঙ্খল অবস্থা।ভয়।
Chamomilla: একরোখা শিশু। খামখেয়ালী। অধৈর্য্য। অত্যাধিক অনুভূতিপ্রবণ। সবসময় অভিযোগ করতে থাকে। অত্যন্ত খিটখিটে, উত্তেজনাপ্রবণ, রূক্ষ, অভদ্র ও অস্থির।
Calcarea Carb: “নিষ্ক্রিয়তা” ক্যালকেরিয়া কার্বের কি-নোট। অত্যানুভূতিপ্রবণ, বিশেষ করে যখন তার অনুভূতিতে আঘাত করা হয় বা অপমান করা হয়।
Conium: সমাজের প্রতি বিতৃষ্ণা। মনের জড়তা, উদাসীনতা। বিষণ্নতার সাথে যৌনপ্রবৃত্তিতে অসংযমিতা। সুন্দর সুন্দর পোষাক পড়তে চায়, অযথা কেনাকাটা করে খরচ করে, কোন কিছু সম্বন্ধে কোন ভ্রুক্ষেপ না করে ধ্বংস বা অপচয় করে ফেলে। কাজ করতে চায় না, তার বদলে খেলাধূলা করতে পছন্দ করে।
Hyocymus: সবার প্রতিই সন্দেহপ্রবণ। লজ্জাহীন, অশ্লীলতার সাথে তীব্র উগ্রতাজনিত উত্তেজনা ও যৌনকাতরতা; নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে। যৌনতাযুক্ত উন্মত্ততা। উগ্র হয়ে অন্যদের মারধোর করে।
Ignatia: সাম্প্রতিক ঘনিষ্ট কারো মৃত্যুজনিত শোকে ব্যবহৃত হয়। ব্যক্তিটি মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং নিজের কম্পন থামাতে পারে না। তার শোকটি সাধারণত বিয়োগ হওয়া ব্যক্তির সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে এবং মনে করে, তারা ছাড়া বোধহয় বাঁচতে পারবে না। প্রেমের ব্যর্থতা থেকে রোগের উৎপত্তি। ভালোবাসার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত বা প্রতারিত হলে আক্রোশপরায়ন, তিক্ত-মনের হয়ে উঠে। গোপন দুঃখের সাথে ক্রোধ। আবেগের লক্ষণীয় তীব্রতা থাকে। ক্রোধের বশবর্তী হয়ে উগ্র কর্মকাণ্ড করে।
Lachesis: এমন একটি ঔষধ যা বর্তমান সময়ের লোকজন যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে বেশি আসে, তাতে সহযোগিতা করতে পারে। চিন্তার সাথে চলমান কোন ক্রোধ, উত্তেজনা বা নৈরাশ্যকে এটি নিরসন করতে পারে। যে সমস্ত মহিলাগণ Premenstrual syndrome ভোগেন, তাদের ক্ষেত্রে প্রায়শই মাসের কয়েকদিন আচরণগত পরিবর্তন বেশি সুস্পষ্ট হয়। তাদের ক্ষেত্রে এই ঔষধটিকে বিশেষভাবে বিবেচনা করা হয়।
Lycopodium: ব্যর্থ হবে কিনা এই নিয়ে আগাম উদ্বেগ। ভীতু। বিরোধীতা সহ্য করতে পারে না। নাম ভুলে যাবার প্রবণতা।
Medorrhinum: সুগভীর স্নায়বিক অস্থিরতা থেকে দুর্বলতা সৃষ্টি হয়। অধৈর্য্য, তারাহুরা করে কাজ সম্পন্ন করার সাথে উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা। হঠকারী, স্বার্থপর, ঝগড়ুটে, নির্মম। নিজে রূক্ষ কিন্তু অন্য কারো রূক্ষ আচরণে অনুভূতিপ্রবণ। অন্যমনস্ক, ভুলে যাবার প্রবণতা। মেজাজ পরিবর্তনশীল। বহুপ্রকারের আইডিয়া আসে কিন্তু তা বাস্তবায়নে অনীহা।
Natrum muriaticum: বিষণ্নতার ক্ষেত্রে সাধারণভাবে প্রয়োগ করা হয় এবং বিশেষ করে যেখানে অতীতে ঘনিষ্ঠ কারো মৃত্যুশোকের সাথে যুক্ত থাকে তখন সহযোগিতা করে। এই বিষণ্ন প্রকৃতি উদ্ভূত হবার পর থেকে ব্যক্তিটি আর আগের মতো থাকে না, নিজেকে গুটিয়ে নেয় এবং জীবনকে আর পূর্ণমাত্রায় উপভোগ করে না। যে ব্যক্তিগণ জীবনের বেশিরভাগ সময় বিষন্নতায় ভুগেছেন, অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং কাজের প্রতি অতিমাত্রায় ঝোঁক থাকে তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
Platina: কোন ব্যক্তির অহংকার ও ঔদ্ধত্যের পেছনে তার আত্মমর্যাদাবোধের ঘাটতি বিরাজ করে। এর মাধ্যমে ব্যক্তি নিজের অযোগ্যতার ক্ষতিপূরণ করার চেষ্টা করে। প্লাটিনাম মেটালিকাম এ ধরণের মানসিক অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ঔষধ। অতি-চঞ্চল শিশু, যে লাগাতার তর্ক করতে থাকে, সেই-ই সবসময় সঠিক বলে বোঝাতে আপ্রাণ চেষ্টা করে, অধৈর্য্য এবং অন্যদের প্রতি ঘৃণামূলক মনোভাব পোষণ করে- প্লাটিনার দ্বারা তারা তাদের এই চরম অবস্থা থেকে নরম ও শান্ত হয়।
Pulsatilla: মৃদু, ত্যাগ করার মানসিকতা সম্পন্ন, ভীতু-প্রকৃতির এবং কান্না করার প্রবণতা-যুক্ত। সন্দেহপ্রবণ, পরিবর্তনশীল মেজাজ।
Staphysagria: এটি সেই সমস্ত ব্যক্তির জন্য যাদের নিজেদের অতীতের কোন আঘাতকে (বা অপমান) চেপে রাখার দরুণ তা থেকে একটি নিচু আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয়। ব্যক্তিটি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং অন্যরা তার সম্বন্ধে কি ভাবছে তা নিয়ে শঙ্কিত থাকে। তাকে সবাই প্রত্যাখ্যান করবে বা ত্যাগ করবে এ নিয়ে একটি গভীর ভয়ও তার মাঝে থাকতে পারে। এটি সেই সমস্ত লোকদের জন্য প্রযোজ্য হয় যারা অতীতে তাদের অভিভাবকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন অথবা আবেগজনিতরূপে তাদের দ্বারা ত্যাজ্য হন।
Stramonium: অত্যন্ত বাচালতা। আলো ও সামাজিকতা ভালোবাসে। হিস্টিরিক্যাল, প্রার্থনা করে, ভক্তিসঙ্গীত গাইতে থাকে, কাকুতি-মিনতি করতে থাকে। উন্মত্ততাজনিত প্রলাপ।
Sepia: খিটখিটে, সমস্ত কিছুতে উদাসীন। অপরিচিত লোকের সম্মুখে অস্বস্তিবোধ করে।
Thuja: চাপা-স্বভাবের, গোপনপ্রিয় ব্যক্তি, যার লজ্জা ও অপরাধবোধের অনুভূতির দরুণ আত্মমর্যাদাবোধের ঘাটতি থাকে। এই সমস্ত লোকজন নিজেদের প্রকৃত স্বরূপটি অন্য কাউকে জানতে দিতে চায় না, কারণ তারা মনে করে, তাহলে সে তাদের কাছে গৃহীত হবে না। তাদের গোপনপ্রিয়তা চরম মাত্রা ধারণ করলে, তাদের মাঝে বিভিন্ন প্রকারের Paranoia দেখা যেতে পারে। গোপনপ্রিয়, প্রতারণাকারী, চাপা-স্বভাব, সন্দেহপ্রবণ, অসন্তুষ্ট। বিভিন্ন ব্যাপার বা বিষয় সম্বন্ধে স্থির ধারণা করে বসে থাকে (তা থেকে আর সরানো যায় না)।
Veratrum album: গোঁড়ামী। উগ্রতা, বিধ্বংসীপ্রবণতা। ধর্ম-সম্বন্ধীয় উন্মত্ততায় উত্তেজিত অবস্থা। ধর্মোপদেশ দান করে, আবার অশ্লীল গান বাজনাও করে। কাপড়-চোপড় ছিড়ে ফেলা বা কেটে ফেলার প্রবণতাযুক্ত উন্মত্ততা। নৈরাশ্য, আশাহীনতায় ডুবে যায়। আত্মহত্যার চেষ্টা করে।

Conclusion
সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলোর শেকড় তার বয়ঃসন্ধিকালেই প্রোথিত। প্রতিটি ব্যক্তি কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বসুলভ বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে লাভ করে এবং তদনুযায়ীই জীবনের পরিস্থিতিগুরোর সাথে প্রতিক্রিয়া করে করে তাদের আচরণের আবেগজনিত কাঠামো গড়ে উঠে। কাজেই, সকল কিশোরকেই নিয়ন্ত্রণ করা কঠিন নয় কিন্তু তাদের কেবল অভিভাবকদের নিকট থেকে ভালোবাসা, মনোযোগ, সমর্থন, আস্থা ও যত্নের প্রয়োজন। অভিভাবকের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাদেরকে তাদের সন্তানের প্রতি আস্থা প্রদর্শন করতে হবে এবং সন্তানের সাথে একটি মানসিক সংযোগ গড়ে তুলতে হবে। কিন্তু যারা জীবনের এই কঠিন সময়টিকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য সবচেয়ে ভালো ‘বন্ধু’ রয়েছে হোমিওপ্যাথি- এ প্রকারের ব্যক্তিদের যে সবচেয়ে মৃদু উপায়ে সহায়তা করে। হোমিওপ্যাথিক ঔষধ ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে, ভেতরে ভেতরে তাকে জীবনের কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে দৃঢ়তা দান করে।
References
1. Bhatia MS. Textbook of clinical psychology. First Edition: New Delhi: New Age International (P) LTD publishers. 2008; 28:1.
2. Kaur Amanpreet. A textbook of psychology. Indian Edition. Jalindhar City: ES. Vikas & Company (publishing house). 2016, 27.
3. Jane Tara Cicchetti, Hom RS. (NA), CCH. Classical Homeopathy Website. Emotional Healing with Homeopathy. Published in, 2008. http://www.janecicchetti.com/abouthomeopathy/emotions.html cited 1st April 2019.
4. Master Farokh J. Perceiving Rubrics of The Mind-2nd Revised Edition. 18th impression. New Delhi: B.Jain Publishers (P) LTD, 2014.
5. Pamela Nori, Dihom MA. Alive Publishing Group. Emotional Homeopathy, 2015. Published on November 17, 2005. Updated on April 24, https://www.alive.com/health/emotional-homeopathy/. cited 1st April 2019
6. Khedekar Shreepad Arun, Upadhyay Chirag R. Acsotrom – a comparative study of the rubrics of mind- First Edition. New Delhi: IBPP, 2003.
7. Kent JT. Lectures on Homoeopathic Materia Medica- – Indian Edition. Reprint Edition: New Delhi: IBPP, 2015.
8. Vothoulkas George. Essence of Materia Medica-Second Edition. 18th impression. New Delhi: B.Jain Publishers (P) LTD, 1990.
9. Tyler ML. Homoeopathic Drug Pictures. Edition 1992. 23rd impression: New Delhi: B.Jain Publishers (P) LTD, 2015.
10. Ishwardas Tarkas P, Kulkarni Ajit K. A Select Homoeopathic Materia Medica- 3rd revised edition: First Reprint Edition: January 2006. New Delhi: IBPP, 2000.
Discussion about this post