পূর্ণ নাম: ব্রায়োনিয়া এল্বাম
কিংডম: উদ্ভিদ
ক্লাস টাইপ: কাকারবিটাসিয়াই
মূল বৈশিষ্ট্য: সোরিক, সাইকোটিক, গরমকাতর, পলিক্রেস্ট, ডানপাশে ও ডান থেকে বামে আক্রমণ প্রবণতা, উপরে ডানদিকে ও নীচে বামদিকে আড়াআড়ি আক্রমণ প্রবণতা, একিউট ও ক্রনিক উভয় ক্ষেত্রেই ব্যবহার্য, শিশুদের অনেক বেশি প্রয়োজন হয়।
ঔষধের ব্যবহৃত অংশ: শেকড়
প্রথম কথা:
ব্যবসায়ী মানসিকতা, দারিদ্রতার ভয়। খিটখিটে, একা থাকতে চায়। ঘরকুনো, কেউ তাকে বিরক্ত করুক তা পছন্দ করে না। সিরাস ও মিউকাস মেমব্রেনকে আক্রমণ করে। সামান্য নড়াচড়ায় বৃদ্ধি। শুষ্কতা। প্রচণ্ড পিপাসাযুক্ত, দীর্ঘ সময় পর পর একবারে অনেকটুকু করে পানি খেতে চায়। জিহ্বার মাঝখানে সাদা বা হলদেটে ধূসর আস্তর পড়ে। আঘাত, মচকে যাওয়া, হাড় ফেটে বা ভেঙ্গে যাওয়ার পর স্মরণযোগ্য।
সাধারণ নাম |
: |
উয়াইল্ড হপস (Wild Hops) |
ফ্যামিলি |
: |
কাকারবিটাসিয়াই (Cucurbitaceae) |
উত্তেজক কারণ |
: |
রাগান্বিত, অপমানিত, মনোবেদনাগ্রস্ত হওয়া।উত্তপ্ত গ্রীষ্মকালে কিংবা যখন দিনে গরম রাতে ঠান্ডা এমন সময়ে- ঠান্ডা লাগানোর পর সমস্যার উদ্ভবঠান্ডা খাবার গ্রহণে বা পানীয় পানে।মদ্যপানের পর।স্রাব নিঃসরণের বা চর্মোদ্ভেদের রূদ্ধতার দরুন সমস্যার উদ্ভব।আঘাতের পর আর্নিকা ব্যর্থ হলে প্রায়ই ব্রায়োনিয়া নির্দেশিত হয়। |
বৃদ্ধি |
: |
নড়াচড়ায় (উঠে বসলে বা দাঁড়ালে, সামনে ঝুঁকলে, কাশলে, স্পর্শে, উত্তপ্ত আবহাওয়ায়, উত্তপ্ত হলে, শুষ্ক ঠান্ড বা গরমে, মনস্তাপের পর, অবদমনে, রাত্রি নয়টায়। |
হ্রাস |
চাপনে, ব্যথাযুক্ত পার্শ্বে শুলে, শীতল খোলা বাতাসে, স্থির থাকলে, বিশ্রামে, হাঁটু ভাঁজ করলে, আর্দ্র স্যাতস্যাতে মেঘলা দিনে, প্রদাহিত স্থানে উত্তাপ প্রয়োগে |
|
মন |
: |
অত্যন্ত খিটখিটে, অশিষ্ট আচরণ।আত্মপ্রত্যয়ী।চুপচাপ স্বভাবের।প্রলাপের সময় ভাবে সে বাড়ীর বাইরে আছে, বাড়ী যেতে চায়। রাতে বৃদ্ধি পায়।বাম হাত ও বাম পায়ের লাগাতার অনৈচ্ছিক নড়াচড়া।কাজের কথায় ব্যস্ত।দারিদ্রের ভয়।একা থাকতে চায়, কারো বিরক্ত করা পছন্দ করে না।কোন কিছু প্রত্যাশা করে কিন্তু তা পেলে আবার প্রত্যাখ্যান করে।ভবিষ্যত নিয়ে উদ্বেগ।আরোগ্যের ব্যাপারে হতাশ, মৃত্যুর ভয়।শিশুরা কোলে উঠানো বা কোলে থাকা পছন্দ করে না।সহজেই রেগে যায়, উত্তেজিত হয়।চাপা-স্বভাবের। |
নির্দেশক লক্ষণ |
: |
বাহ্যিক সমস্ত প্রভাবের প্রতি ইন্দ্রিয়গুলো অতিসংবেদনশীল।সমস্ত সমস্যা নড়াচড়ায় বৃদ্ধি পায়; একদম বিশ্রামে থাকলে বা চাপনে সামগ্রিক সমস্যা হ্রাস পায়।ধীর ঔষধ, সমস্ত সমস্যা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং অলক্ষে আক্রমণ শুরু হয়।সমস্ত মিউকাস মেমব্রেনের শুষ্কতা, কাজেই সমস্ত স্রাবই অল্প ও আঠালো।দীর্ঘ সময় পর পর অনেকটুকু করে ঠান্ডা পানি পান করার পিপাসা। প্রচন্ড ক্ষুধা ও গোগ্রাসে খাদ্যগ্রহণ প্রবণতা।সূচ ফোটানো ব্যথা যা একদম চুপচাপ থাকলে, আক্রান্ত পার্শ্ব চেপে শুলে ও চাপনে উপশম হয়।ডান দিকে আক্রমণ প্রবণতা।রক্তপরিচালনায় এটি বিঘ্ন সৃষ্টি করে রক্তসঞ্চয় প্রবণতা সৃষ্টি করে।মাথাব্যথা- ফেটে যাবার মতো, চূর্ণ করার মতো। ভারী ভাব। বাম পাশের মাথাব্যথা।বাম চোখের উপর বা কপালে মাথাব্যথা শুরু হয়ে মাথার পেছনদিকে যায়। চোখের নড়াচড়ায়, কাশিতে, পায়খানায় কোঁথ দিলে ব্যথা বাড়ে।মাথাব্যথা ইস্ত্রি করলে, কোষ্ঠ্যকাঠিন্যে বৃদ্ধি।উঠে দাঁড়ালে মাথা ঘোরায় ও অজ্ঞানের মতো হয়ে যায়।জিহ্বায় মোটা ও সাদা আস্তর।শাক-সব্জি সহ্য করতে পারে না।কফি, মদ ও টকজাতীয় পানীয়ে আকাঙ্ক্ষা।থুথু বা কফের সাথে রক্ত।পর পর বেশ কিছুদিন পায়খানার কোন বেগ থাকে না। পায়খানা – মোটা, শুকনো, শক্ত, মনে হয় পুড়ে আছে (কষার সময়)।ডায়রিয়া- দমকে পায়খানা হয়, ব্যথাহীন, খাবারের দানা থাকে। সকালে উঠার পর বৃদ্ধি, বাধাকপি খেয়ে দেখা দেয় বা বৃদ্ধি।সিরাস ও সাইনোভিয়াল মেমব্রেনে শোধযুক্ত পানিসঞ্চয়ের দরুন প্লুরিসি। প্লুরিসির সময় কফের সাথে মরিচার মতো রং, রক্তযুক্ত ছোপ।কাশি- শুকনো, কষ্টকর, অত্যন্ত ব্যথাযুক্ত, মনে হয় পেট থেকে উঠে আসছে, উঠে বসতে হয়, রাতে বৃদ্ধি, খাদ্যগ্রহণ ও পান করার পর বৃদ্ধি।সর্দি বুকে বসে।ভাইকারিয়াস মিনস্ট্রেশন- যখন ঋতুস্রাব হবার কথা তখন তা না হয়ে নাক দিয়ে রক্ত পড়ে।স্তন ভারীবোধ, ইটের মতো শক্ত হয়, উত্তপ্ত, ব্যথাযুক্ত, সামান্য নড়াচড়াও যেন না হয় এজন্য হাত দিয়ে ধরে রাখতে হয়, চর্ম সুষমভাবে লালবর্ণ ধারণ করে।রিউমাটিক আর্থ্রাইটিসে প্রদাহ ও এক্সুডেশন।বাম পাশে শোয়।
|
কি–নোটস |
: |
ব্যথা সূচীবিদ্ধমতো, ছিড়ে ফেলার মতো। সামান্য নড়াচড়ায় ও রাতে বৃদ্ধি পায়। একদম চুপচাপ বিশ্রামে ও চাপনে উপশম হয়। আক্রান্ত পাশে চেপে শুলে আরাম।সারা শরীরে সমস্ত মিউকাস মেমব্রেনের অতিরিক্ত শুস্কতা।অনেক্ষণ পর পর বেশ খানিকটা করে ঠান্ডা পানি পান করার ইচ্ছ।স্তন ভারী, অত্যন্ত ব্যথাযুক্ত, ইটের মতো শক্ত, উত্তপ্ত। সামান্য নড়াচড়ায় বৃদ্ধি, ধরে রাখলে উপশম।শুকনো আক্ষেপিক প্রকৃতির কাশি, সাথে বুকে সূই ফোটানোর মতো ব্যথা, চেপে রাখলে কমে।মাথাব্যথা- প্রচণ্ড, ফেটে যাবার মতো, ভারীভাব, ফ্রন্টো-অক্সিপিটাল মাথাব্যথা। পায়খানা কষা হলে ও ইস্ত্রি করলে বাড়ে।ব্যথাযুক্ত স্থান ফ্যাকাসে, ফোলা। সামান্য নড়াচড়ায় বাড়ে, বিশ্রামে ও চাপনে হ্রাস পায়। |
নিশ্চিতকারী লক্ষণ |
: |
সমস্যাগুলো ডানদিকে দেখা দেবার প্রবণতা।সমস্ত মিউকাস মেমব্রেন শুস্ক।সুই ফোটানোর মতো ব্যথা। সামান্য নাড়াচাড়ায় বৃদ্ধি, বিশ্রামে, চাপন ও আক্রান্ত পাশে চেপে শুলে আরাম।অনেকটুকু করে পানি একসাথে পান করার ইচ্ছা।কোষ্ঠকাঠিন্য, কয়েক দিন ধরে পায়খানার বেগ অনুপস্থিত। শুকনো, মোটা, শক্ত পায়খানা – যেন পুড়ে গেছে। |
অবশ্য স্মরণযোগ্য |
: |
শুকনো, মিতব্যয়ী, নার্ভাস, হালকা-পাতলা ব্যক্তি। চুল ও গায়ের রং কালোর দিকে। খিটখিটে মেজাজ ও বাতের ধাত।সামান্য নড়াচড়ায়ই বৃদ্ধি। চুপচাপ শুয়ে থাকলে, চাপনে ও আক্রান্ত পার্শ্বে চেপে শুলে আরাম।ফোলা ও সূচীবিদ্ধবৎ ব্যথা। |
ক্লিনিক্যাল কন্ডিশন |
: |
-Appendicitis, Arthritis, Asthma, Bronchitis, Bursitis, Constipation, Coma, Diarrhoea,
|
নোটস |
ব্রায়োনিয়া টাইফয়েড ও প্যারাটাইফয়েডের প্রতিক্রিয়া থেকে উদ্ভূত সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। – Dr. Grimmer. |
|
সম্পর্কযুক্ত ঔষধ |
: |
তুলনীয়: Bell, Calc, Cham, Chel, Nux-v, Phyt, Psor, Rhus-t, Sep, Spig, Stelঅনুপূরক: Abro, Alu, Kali-c, Lyc, Nat-m, Rhus-t, Sep, Sulসম্পূরক: Alum, Nat-m, Rhus-t, Sulphক্রিয়ানাশক: Acon, Alum, Camph, Cham, Coff, Ign, Nux-v, Puls |