পূর্ণ নাম: বোরাক্স ভেনেটা
কিংডম: মিনারেল (খনিজ)
মূল বৈশিষ্ট্য: সোরিক, সাইকোটিক, টিউবারকুলার, উভয়কাতর, পলিক্রেস্ট, ডানদিকে আক্রমণ প্রবণতা, ক্রনিক রোগে ব্যবহার্য, নারী ও শিশুদের ক্ষেত্র বেশি প্রয়োজন হয়। শরীরের উপরের দিকে ডানপাশে ও নিচের দিকে বামপাশে আক্রমণ প্রবণতা।
উপাদান: বোরন, অক্সিজেন, সোডিয়াম
প্রথম কথা: শব্দে অত্যানুভূতিপ্রবণতা, সহজেই চমকে উঠে। নিচের দিকে গতিতে ভয়। মূত্রথলীর প্রদাহে চিৎকার চেঁচামেচি করে। মুখক্ষত, বন্ধ্যাত্ব।
সাধারণ নাম: বাই-বোরেট অব সোডিয়াম (Bi-borate of sodium)
ফ্যামিলি: লবণ
সাধারণ বৈশিষ্ট্য: মানসিক স্তরে কাজ করে।মিউকাস মেমব্রেন, মুখক্ষতযুক্ত প্রদাহ। ঘা সহজে শুকাতে চায় না, সামান্য আঘাত পেলেই পূযোৎপত্তি প্রবণতা। স্থানীয় প্রয়োগে শক্তিশালী এন্টিসেপটিক ও জীবাণুমুক্তিকরণ ক্ষমতাযুক্ত।
উত্তেজক কারণ: ধূমপান ও জুতা বা মোজার ঘষায়।
বৃদ্ধি: নিম্নগতিতে, ঠান্ডায় বা আর্দ্রতায়, হঠাৎ শব্দে, ফলমূলে, খালি গায়ে, উষ্ণ আবহাওয়ায়, সকাল ১০ টায় (মাথাব্যথা, কম্পন), হাসলে, দুললে, খাবারের সময় বা পরে, প্রস্রাবের আগে, ধূমপানে, ঋতুস্রাবের পরে ।
হ্রাস: রাত্রি ১১ টায়, চাপনে, ব্যথাযুক্ত স্থান হাত দিয়ে ধরে রাখলে, পায়খানার পরে, সন্ধ্যায়, ঠাণ্ডা আবহাওয়ায়।
মন:
- প্রচণ্ড নার্ভাস; সহজেই ভয় পায়, এমনকি হাঁচির শব্দে, কাগজের ঘর্ষণেও। [Asar, Calad]
- মৃদু শব্দগুলোতে প্রচণ্ড সংবেদনশীলতা; তুলনামূলকভাবে জোরে শব্দ হলে অতটা নয়।
- অস্থিরতা; কোন নির্দিষ্ট কাজে স্থির হতে পারে না।
- ছোঁয়াচে রোগের আক্রমণে পড়ার ভয়, ইনফেকশনের ভয়।
- পড়ে যাবার ভয়, ব্রিজ পাড়ি দিতে ভয়।
- মানসিক লক্ষণগুলো রাত্রি ১১ টায় কমে।
- মনের বিশৃঙ্খলা পায়খানার পর কমে। বিকেলে পায়খানার পর মন স্ফূর্তিযুক্ত ও তৃপ্ত। নিম্নগতিতে ভয় [Gels, Sanic]। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় শিশুদের পড়ে যাবার ভয়।
নির্দেশক লক্ষণ :
- মিউকাস মেমব্রেন আক্রান্ত হয়, মুখক্ষত ও সর্দিজনিত অবস্থা সৃষ্টি করে।
- মিউকাস মেমব্রেন মনে হয় সংকুচিত হয়ে আছে [Willard Price], মনে হয় পুড়ে গেছে।
- স্রাব- ঘন, উত্তপ্ত ও যাতনাযুক্ত।
- মানসিক পরিশ্রমে বমির ভাব।
- শিশু দুধ খাওয়ার সময়, প্রস্রাব বা পায়খানার আগে কান্না ও চিৎকার করে [Lyc, Sanic]। পায়খানা যতদিন সম্ভব আটক রাখে। প্রস্রাবের বেগ আসলে কান্না করে, এমনকি আক্ষেপের মতো অবস্থা দেখা দেয়।[Willard Price]
- শিশু হয়তো শান্তভাবে ঘুমাচ্ছে, কোন কারণ ছাড়াই হঠাৎ জেগে যায় ও চিৎকার-চেঁচামেচি করতে থাকে; দোলনার পার্শ্ব শক্ত করে ধরে রাখে।[Apis, Bell, Cina, Stram]
- প্লাইকা পোলোনিকা। [Vinca-min]
- চুলের মাথায় জট পাকায়, আঁচড়ানো যায় না, মাথাগুলো কেটে ফেললে আবার হয়। [Flour-ac, Lyc, Psor, Tub]
- চোখের পাপড়ি সম্পূর্ণ বেঁকে যায়।
- চোখের পাপড়ি ভেতরের দিকে বেঁকে যায়, বিশেষ করে বাইরের ক্যান্থাইয়ের দিকে। এন্ট্রোপিয়াম।
- নাকে শুকনো মামড়ি পড়ে, দূর করার পর আবার হয়।
- ডান নাক বন্ধ, প্রথমে ডান নাক পরে বাম, বার বার নাক ঝাড়তে হয়। [Am-c, Lac-c, Mag-m]
- মুখের চারপাশে জ্বরঠুটো।
- পুরো গ্যাস্ট্রোইন্টেসটাইনাল ট্র্যাকে ক্ষত। জিহ্বায়, মুখে, গালের ভেতর ক্ষত, সহজেই রক্তস্রাব হয়, মুখ খুব উত্তপ্ত থাকে।
- মুখ শুকনো। খুব গরম, টক ও লবণাক্ত খাদ্য খাবার পরে।
- টক খাদ্যে আকাঙ্ক্ষা।
- পাতলা, আঠালো, দুর্গন্ধযুক্ত পায়খানা, সবুজ রং ধারণ করে, মাড়ের মতো।
- ফল খাওয়ার পর ডায়রিয়া; ধুমপানের পরেও হতে পারে (Tyler)।
- বুকে সুচ ফোটানো ব্যথা, বিশেষ করে ইন্টারকোস্টাল এলাকায়, শ্বাস নিতে গেলে, কাশলে লাগে। বুকের উপরের দিকের ডানদিকে বেশি ব্যথা। চিৎ হলে শুলে কমে। মদ্যপানে বাড়ে। শীতল পানিতে ধুলে কমে।
- গ্যালাকটোরিয়া [Bell, Calc, Con], দুধ ঘন, স্বাদ নষ্ট হয়।
- শিশুকে দুধ খাওয়ানোর সময় অন্য পাশের স্তনে ব্যথা।
- দুধ খাওয়ানোর পর স্তনে শূণ্যতার অনুভূতি, স্তন হাত দিয়ে চেপে ধরতে বাধ্য হয়, চাপনে কমে।
- ঋতুস্রাব অতিরিক্ত তারাতারি, প্রচুর পরিমাণে হয়। মাসিকের আগে পাকস্থলীর কামড় দেয়া ব্যথা পিঠের নীচের দিকে ছড়ায়।
- ঋতুস্রাবের সময় সামান্যতেই চমকে উঠে।
- ঋতুস্রাবের মধ্যবর্তী সময়ে দুই সপ্তাহ ধরে সাদাস্রাব।
- সাদাস্রাব ডিমের সাদা অংশের মতো, মনে হয় যেন পা বেয়ে গরম পানি গড়িয়ে পড়ছে। চর্ম শুকনো, সহজেই পেঁকে যায়। [Calen, Fl-ac, Hep, Merc, Petro, Sil, Sulph]
কি-নোটস:
- ১. নিম্নগতিতে ভয়
- ২. মৃদু শব্দে অত্যাধিক সংবেদনশীলতা, সহজেই চমকে উঠে।
- ৩. শিশু দুধ খাবার আগে বা পায়খানা ও প্রস্রাবের আগে কান্না করে।
- ৪. চুলে জট পাকায়
- ৫. মুখে ও হাতে মনে হয় মাকড়সার জাল বা ডিমের সাদা অংশ লেগে আছে।
- ৬. তরুণী মহিলাদের নাক লালবর্ণ ধারণ করে। [Nat-c] ৭. ব্যথাযুক্ত স্থানে চেপে ধরলে ঢেকুর হয়।
নিশ্চিতকারী লক্ষণ: সমস্ত মিউকাস মেমব্রেনে ক্ষত (Aphthae) হবার প্রবণতা। সমস্ত মিউকাস মেমব্রেনে ক্ষত (Aphthae) হবার প্রবণতা।
অবশ্য স্মরণযোগ্য: বিশেষ করে শিশুদের দাঁত উঠার সময়কার একটি ঔষধ।মুখক্ষতযুক্ত প্রদাহের একটি গুরুত্বপূর্ণ ঔষধ স্নায়বিক, শব্দে অনুভূতিপ্রবণ, সহজেই চমকে উঠে।
ক্লিনিক্যাল কন্ডিশন: Aphthae, Cystitis, Diarrhoea, Dysmenorrhoea, Glossitis, Herpes, Infertility, Insomnia, Leucorrhoea, Nightmares, Pleurisy, Premenstrual syndrome, Stomatitis, Vaginitis.
নোটস:
- অনেক ব্যাপারে ন্যাট্রামের মতো (মাথাব্যথা, অনুভূতিশীলতা, জ্বরঠূটো, অনিদ্রা), কিন্তু বোরাক্স নেট্রামের চেয়ে অধিক বাস্তববাদী ও কম রুচিশীল।
- পায়খানার রাস্তার প্রদাহযুক্ত স্ট্রিকচার। – Dr. Tyler
- সোরিয়াসিসে বোরাক্স প্রয়োগযোগ্য। – Dr. Hughes
- এয়ার-সিকনেসের বেশিরভাগ কেইসেই বোরাক্স কাজ করে কারণ সেখানকার হঠাৎ উঠানামা বেশিরভাগ মানুষকেই আপসেট করে। – Dr. D.M. Beland
সম্পর্কযুক্ত ঔষধ:
তুলনীয়: Apis, Merc, Nat-c, Nat-m, Nat-s
অসঙ্গত: এসেটিক এসিড, ভিনেগার ও ওয়াইনের আগে বা পরে এটি ব্যবহার করা উচিৎ নয়।
অনুপূরক: Lyc, Phos, Sil যে ঔষধের পর এটি নির্দেশিত হবার
প্রবণতা: Calc, Psor, Sanic, Sulph
Discussion about this post