পূর্ণ নাম: বেলাডোনা
কিংডম: উদ্ভিদ
ক্লাস টাইপ: সোলানেসিয়াই
মূল বৈশিষ্ট্য: সোরিক, টিউবারকুলার, সিফিলিটিক, শীতকাতর, মূলত একিউট রোগে বেশি ব্যবহৃত হয়, ডানপাশে আক্রমণ প্রবণতা, শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগযোগ্য অবস্থা দেখতে পাওয়া যায়, উপরের দিকে বামপাশে ও নিচের দিকে ডানপাশে আক্রমণ প্রবণতা এবং ডান থেকে বামে আক্রমণ-প্রবণতা।
ঔষধ প্রস্তুতে ব্যবহৃত হয়: ফুল, পুরো উদ্ভিদ
প্রথম কথা:
হঠাৎ, তীব্র আক্রমণ। শুষ্কতা। টকটকে লাল। জ্বালাকর উত্তাপ, প্রচণ্ড ব্যথা। মাথায় রক্তসঞ্চয় ও তার সাথে ক্যারোটিড ধমনীর স্পন্দন। শীতল দমকা হাওয়ায় সংবেদনশীলতা। ব্যথা- স্পন্দনশীল, তীক্ষভাবে কেটে নেবার মতো, ঝাঁকি দেয়া ও আক্ষেপিক, চিলিক দেয়া। চোখের পিউপিল প্রসারিত। আলোকভীতি। শুকনো, উত্তপ্ত মুখ ও গলা। টকটকে লাল ও চকচকে চর্ম। ঘুমের মধ্যে শরীর ঝাঁকি দেয়। ক্ষিপ্ত প্রলাপ, অস্থির, উন্মত্ততার সাথে কামড়াতে চায়।

সাধারণ নাম | ডেথলি নাইডশেড (Deathly Nightshade) | |
ফ্যামিলি | সোলানেসিয়াই (Solanaceae) | |
উত্তেজক কারণ | চুল কাটালে মাথা ভিজিয়ে রোগাক্রান্ত সসেজ খাবার পর সূর্যতাপে খোলা দমকা বাতাসে বা ঝড়ো হাওয়ায় হাঁটার পর। |
|
বৃদ্ধি | দমকা বাতাসে, মাথায় বাতাস লেগে, চুল কাটানোর পর [Glon], মাথা ভেজানোর বা ধোয়ার পর, ঘাম বসে গিয়ে, আলোতে, শব্দে, ঝাঁকিতে, সূর্যতাপে, যদি উত্তপ্ত হয়, ঠান্ডা কিছু খাবার পরে, স্পর্শে, নড়াচড়ায়, আক্রান্ত অঙ্গ ঝুলিয়ে রাখলে, বিকেলে (৩টায়), লোকসঙ্গে, চাপে, শোয়ার পর, চকচকে বস্তু বা স্রোতশীল পানির দিকে তাকালে। | |
হ্রাস | পেছনে বাঁকালে, আধ-শোয়া হয়ে বসলে, কোনকিছুর উপর মাথা ঠেস দিয়ে রাখলে, আক্রান্ত স্থান বাঁকিয়ে রাখলে বা মোচড়ালে, পাতলা চাদর গায়ে রাখলে, বিছানায় বিশ্রাম নিলে, দাঁড়িয়ে থাকলে। | |
মন | ক্ষিপ্ত প্রলাপযুক্ত। প্রলাপ- ভীতিযুক্ত, ভুলভাল দেখে, ক্রোধান্বিত হয়, কামড়ায়, ক্ষিপ্ত হয়ে উঠে, আঘাত করে, পালাতে বা লুকোতে চায়। লাফিয়ে উঠে, দ্রুত নড়াচড়া করে, প্রচণ্ড উন্মত্ত হয়ে উঠে। খাবার পরে, ঘুমোনোর পরে কমে। ক্রদ্ধ মুখভঙ্গির সাথে প্রলাপ, চোখ ঠিকরে বেরিয়ে আসে, পিউপিলগুলো প্রসারিত, ক্যারোটিড ধমনীর শক্তিশালী স্পন্দন, শক্তিশালী ও পূর্ণ ঘন ঘন পালস, ঢোক গিলতে পারে না। উত্তেজিত, হিংস্র, কান্না করে উঠে। কাছে যা পায় – ছিড়ে ফেলার প্রবণতা। তরল পানীয়ে বিতৃষ্ণা; পানি ঢালতে দেখলে হিংস্র হয়ে উঠে। ক্রোধোন্মত্ততা, শরীরে উত্তাপ, লাগাতার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, চারপাশের সবার দিকে থুথু ছুড়ে মারে। ক্রোধাবস্থায় আশেপাশের সবার চুল ধরে টানে। উন্মত্ততা; পরিচিতজনদের চিনতে পারে না। ক্ষিপ্ত অবস্থায় ভয়ানক হিংস্র কর্মকান্ড করে ফেলে। জাগ্রত অবস্থায়ও ভাবতে থাকে যে স্বপ্নের মধ্যে আছে। ভাবে- সে ভয়ানক সব চেহারা দেখতে পাচ্ছে, বিভিন্ন পোকা-মাকড় দেখতে পাচ্ছে, কালো কালো জন্তু-জানোয়ার, কুকুর, নেকড়ে দেখতে পাচ্ছে। চোখ বন্ধ করলেই এইসব চেহারা ভেসে উঠে। অন্ধকারে ভয়ানক সব বস্তু দেখে। আগুন দেখে। আলোতে থাকতে চায়। কাল্পনিক জন্তু, কাল্পনিক বস্তুতে ভয় পায় ও তা থেকে ছুট পালাতে চায়। কুকুরে ভয়। হাসির দমকে ভেঙ্গে পড়ে, দাঁত কটমট করে। শিশু হঠাৎ করে কেঁদে উঠে এবং হঠাৎ করেই কান্না থেমে যায়। বিদ্রুপাত্মক হাসি। হাতদুটো দ্রুতগতিতে নাড়াতে থাকে। কৌতুককর আচরণ করে। ঋতুস্রাবের সময় উদ্বেগ; ঘুমের মাঝে উদ্বেগ। ঘুমের মাঝে লাথি দেয়; ঝাঁকি দিয়ে উঠে। বিভ্রান্তি- তার পাশ দিয়ে যাবার সময় কাউকে সে ছুড়ি মেরে আহত করেছে। স্মৃতিশক্তি অতি-সক্রিয়। সান্তনা দিলে শান্ত হয়। |
|
নির্দেশক লক্ষণ | উত্তপ্ত, লালচে চর্ম, মুখমন্ডলে রক্তোচ্ছাস, ক্রুদ্ধ দৃষ্টি, স্পন্দনশীল ক্যারোটিড, পালস- পূর্ণ, লাফিয়ে চলে, আঙ্গুল দিয়ে গুলি করার মতো ভঙ্গি, উত্তেজিত মানসিক অবস্থা, সমস্ত ইন্দ্রিয়ের অতিসংবেদনশীলতা, প্রলাপ, ঘুমের মধ্যে অস্থিরতা, আক্ষেপিক নড়াচড়া, মুখ ও গলা শুষ্ক কিন্তু পানিতে বিতৃষ্ণা। নিউরালজিক ব্যথা, যা হঠাৎ করে আসে ও হঠাৎ করে চলে যায়। রোগলক্ষণের হঠাৎ করে তীব্র আক্রমণ। ব্যথা- স্পন্দনশীল, তীক্ষ্ম, কেটে ফেলার মতো, চিলিক দেয়া, নখর বসানোর মতো, পাগল করা তীব্রতায়, বার বার ব্যথার দমক আসে ও চলে যায় [Nit-ac], ব্যথা নিচের দিকে বিস্তৃত হয়। জ্বালাকর উত্তাপ, টকটকে লাল ও শুষ্কতা। শরীর, অঙ্গ-প্রত্যঙ্গ ও স্রাব উত্তাপযুক্ত। আক্রান্ত অঙ্গে তীব্র উত্তাপ, কেউ হাত দিলে মনে করে- তা ঝলসে যাচ্ছে। পূর্ণতাবোধ, মাথায় রক্তসঞ্চয় ও ফুলে যায়। পেশির আক্ষেপ, শক, ঝাঁকি, স্পন্দন ও সংকোচন। আক্ষেপ হাতে শুরু হয়; ইদুর শরীর বেয়ে উঠছে এরকম অনুভূতি। [Sil, Sulph, Calc-c, Nit-ac] শরীর সামনে পেছনে তীব্রভাবে দোলাতে থাকে। খিঁচুনীর পর দীর্ঘসময়ের অচেতনতা। অনুভূতিহীনতা, শরীরের একপাশের নড়াচড়া। আলো, শব্দ ও ঝাঁকিতে অত্যানুভূতিপ্রবণ। সমস্ত ইন্দ্রিয়, তথা স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তির তীব্রতা ও উত্তেজনাকর অবস্থা। মন দ্রুত পরিবর্তিত হয়; তীব্র অবস্থা। আভ্যন্তরীণ অঙ্গে রক্তপাত। ডান দিকে রোগলক্ষণ প্রকাশ প্রবণতা। মাথা দমকা শীতল হাওয়ায় বা চুল ভেজানোতে সংবেদনশীল। মাথাব্যথা, কপালের পাশে হাতুরী দিয়ে আঘাত করার মতো স্পন্দনের অনুভূতি। নড়াচড়ায়, শব্দে ও আলোতে বাড়ে। মাথা শুইয়ে রাখলে, মাথা পেছনে ঝুঁকিয়ে রাখলে বা মাথার উপর হাত রাখলে আরাম পায়। শোয়ার পর ও বিকেলে (৩টায়) বৃদ্ধি। মাথাব্যথা পেছনে শুরু হয়ে ডান টেম্পল বা কপাল পর্যন্ত ব্যাপ্ত হয় অথবা ডান চোখে এসে স্থির হয় [Sang] । সূর্যের তাপে, ঋতুস্রাবে, উত্তাপে, পা ফেললে, স্পর্শে, সামনে ঝুঁকলে, কাশলে বাড়ে। ঠান্ডা প্রয়োগে, অন্ধকারে শুয়ে থাকলে, চাপে, মাথা বেঁধে রাখলে, বসে থাকলে, উপুর হয়ে শুলে কমে। ঝাঁকি মারা মাথাব্যথা- দ্রুত হাঁটলে, দ্রুতগতিতে সিঁড়ি বেয়ে উঠলে অত্যন্ত প্রচণ্ড আকার ধারণ করে। প্রতিটি পদক্ষেপেই ব্যথা পায়। কপালে চাপধরা ব্যথা, নড়াচড়া করলে অত্যন্ত তীব্র হয় যে কারণে চোখ বন্ধ করে রাখতে বাধ্য হয়। মাথা বালিশে চেপে রাখে।[Apis, Hell, Podo] পিউপিল প্রসারিত [Agn]। রিফ্লেক্স থাকে না। মনে হয়- চোখ ফুল আছে, বের হয়ে আসছে। আলোকভীতি, কনজাংটাইভা লাল, শুষ্ক, জ্বালা করে, চোখে চিলিক দেয়া ব্যথা। লাইটের চারপাশে আলোর বেষ্টন দেখে, আংশিকভাবে আলোকময়- বিশেষ করে লালরং, মাঝে মাঝে আলোগুলো রশ্মি হয়ে ভেঙ্গে যেতে দেখে। শিশুরা কানের গভীরে স্পন্দনশীল, আঘাতের মতো ব্যথায় ঘুম থেকে কান্না করে উঠে; ব্যথাটি হৃদপিন্ডের গতির সাথে সমন্বিত বলে মনে হয়। মুখমন্ডল বেশ ফুলে উঠে, উপরের ঠোটে টানবোধ, মুখ খুলতে আড়ষ্ট লাগে। উপরের মাঢ়ির দাঁতে ঘ্যানঘ্যানে টানা ব্যথা; রাত্রে ও ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। মুখ, জিহ্বা, গলা শুষ্ক, কথা বলা ও ঢোক গিলতে সমস্যা হয়। ঢোক গেলা কষ্টকর। অল্প করে পানি খেতে হয়। খাবার গেলার জন্য অবশ্যই পানি খেতে হবে। টনসিলাইটিস, টনসিলগুলো টকটকে লাল। গলায় টাইট কাপড় সহ্য করতে পারে না। মাংশ, দুধ, টক খাবার, কফি, বিয়ার, শাক-সব্জি, চর্বি, মাছ, ফলমূল ও শিম অপছন্দ। নস্যি, লেমনেড, লেবু, টক খাবার, শাক-সব্জি, মিষ্টিতে আকাঙ্ক্ষা। ঠান্ডা পানির প্রচণ্ড পিপাসা। পানি খেতে ভয় পায়। পেটের শূলব্যথা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। উপুর হয় শুলে ও পেছনে বাঁকালে কমে। পেটব্যথার সময় ট্রান্সভার্স কোলন ফুলে বেরিয়ে থাকে। প্রস্রাব অল্প অল্প, ঘোলাটে, বার বার, প্রচুর পরিমাণ। প্রস্রাবে কোঁথ দিতে হয়। প্রস্রাবের সাথে রক্ত কিন্তু কোন প্যাথলজিক্যাল অবস্থা পাওয়া যায় না। স্ত্রী-জননাঙ্গ সংবেদনশীল, মনে হয় যেন পেটের সবকিছু নিচের দিকে নেমে বেরিয়ে আসছে। শুলে ও বাঁকা হয়ে বসলে বাড়ে, দাঁড়িয়ে থাকলে ও সোজা হয়ে বসলে কমে। ঋতুস্রাব- টকটকে লাল, খুব শীঘ্র শীঘ্র হয়, অতিরিক্ত পরিমাণে হয়, উত্তপ্ত, ঘন, দমকে দমকে হয়, পচা কালচে লাল রক্ত- তার সাথে বড় বড় দলা থাকে [Sab]। ঋতুস্রাব ও লোকিয়া অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও উত্তপ্ত। ডান পাশের ওভারির ব্যথা ও সিস্ট। [Apis, Lyc, Pall, Podo] স্তনপ্রদাহ- স্পন্দনশীল ব্যথা, লালবর্ণ, স্তনবৃন্ত থেকে ব্যথা লাইন ধরে ব্যাপ্ত হয়। ল্যারিংস ব্যথাযুক্ত, মনে হয় সেখানে কি যেন লেগে আছে। মনে হয়, ল্যারিংসে ইনফেকশন হয়েছে, ফুলে আছে, চেপে আসছে। গলা ভাঙ্গা- বিশেষ করে যখন কাঁদে বা তীক্ষ্মসুরে কথা বলে। ঘেউ ঘেউ করা কাশি, কাশির দমকে মধ্যরাত্রে ঘুম ভাঙ্গে, ল্যারিংসে ব্যথা, দমবন্ধ হয়ে আসে। ঘাড়ের গ্ল্যান্ডগুলি ফুলে যায়। পিঠ ব্যথা, পিঠের নিচের অংশ ভেঙ্গে যাবে বলে মনে হয়। হাত-পা ঠান্ডা কিন্তু মুখ উত্তপ্ত। উরুতে ও পায়ে ব্যথা, মনে হয় আঘাত পেয়েছে; জয়েন্টগুলো তীব্র ছিড়ে ফেলার মতো ব্যথা, ব্যথা পায়ের টারসাল জয়েন্ট থেকে ধীরে ধীরে হিপ পর্যন্ত বিস্তৃত হয়; বসে থাকলে পা লাগাতার নাড়াচাড়া করতে হয়, পায়ের অবস্থান বদল করতে হয়। হাঁটলে ব্যথা কমে। তন্দ্রাচ্ছন্ন কিন্তু ঘুমাতে পারে না [Cham, Op]। উপুর হয়ে শোয়, মাথার নীচে হাত রেখে শোয় [Ars, Plat]। পড়ে যাবার স্বপ্ন দেখে [Thuja], ঝগড়াঝাটি, আগুন, চোর-ডাকাত, হত্যা ইত্যাদি স্বপ্নে দেখে। চর্ম মসৃন, চকচকে, টকটকে লাল, শুষ্ক, জ্বালাকর, অন্য কেউ হাত দিলে তার হাতেও জ্বালাকর অনুভূতি হয়। লাল বর্ণ, ফ্যাকাসে বর্ণের সাথে পর্যায়ক্রমে দেখা দেয়। জ্বরের সময় ভেতরে ঠান্ডাবোধ কিন্তু বাইরে ঝাঁঝালো রকমের জ্বালাকর উত্তাপ, মনে হয় বাস্প বের হচ্ছে। জ্বরের সময় পিপাসা থাকে না। |
|
কি-নোটস | হঠাৎ করে শুরু। মুখমণ্ডল লাল, ক্যারোটিড ধমনীর স্পন্দন। তীব্র প্রলাপ- কামড়াতে, থুথু দিতে, মারতে, ছিড়তে চায়। ঘুম ঘুম ভাব কিন্তু ঘুমাতে পারে না। ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়। ট্রান্সভার্স কোলন প্যাডের মতো ফুলে উঠে। |
|
নিশ্চিতকারী লক্ষণ | হঠাৎ করে তীব্রভাবে সমস্যার শুরু। টকটকে লালবর্ণ, জ্বালাকর উত্তাপ, শুষ্কতা। স্পন্দনশীল ক্যারোটিডের সাথে মুখমন্ডলে রক্তসঞ্চয়। ব্যথাগুলো স্পন্দনশীল, তীক্ষ্ম, কেটে ফেলার মতো, চিলিক দেয়া। শব্দ, আলো ও ঝাঁকিতে অনুভূতিপ্রবণ। সাধারণত বিকাল ৩টায় বৃদ্ধি। সমস্যাগুলোর সাথে প্রচণ্ড প্রলাপ থাকে। |
|
অবশ্য স্মরণযোগ্য | তীব্র, রক্তসঞ্চয়জনিত যে কোন সমস্যা যেখানে স্পন্দনশীল ব্যথা থাকে সেখানে উপকারী। পাতলা চুল, একহারা গড়ন, কমনীয় চর্মের, সেনসিটিভ, নার্ভাস, আক্ষেপযুক্ত ও টিউবারকুলাস মহিলা ও শিশুদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। বুদ্ধিমান, প্লেথোরিক ব্যক্তি; যখন সুস্থ থাকে তখন বেশ আমোদপ্রিয় ও হাসিখুশী থাকে কিন্তু রোগাক্রান্ত হলে প্রচণ্ড উগ্র ও প্রলাপযুক্ত হয়। উত্তপ্ত, লালচে চর্ম, মুখমন্ডলে রক্তোচ্ছাস, ক্রুদ্ধ দৃষ্টি, স্পন্দনশীল ক্যারোটিড, পালস- পূর্ণ, লাফিয়ে চলে, আঙ্গুল দিয়ে গুলি করার মতো ভঙ্গি, উত্তেজিত মানসিক অবস্থা, সমস্ত ইন্দ্রিয়ের অতিসংবেদনশীলতা, প্রলাপ, ঘুমের মধ্যে অস্থিরতা, আক্ষেপিক নড়াচড়া, মুখ ও গলা শুষ্ক কিন্তু পানিতে বিতৃষ্ণা। নিউরালজিক ব্যথা, যা হঠাৎ করে আসে ও হঠাৎ করে চলে যায়। |
|
ক্লিনিক্যাল কন্ডিশন | Appendicitis, Boils, Convulsions, Deliriums, Enuresis, Exanthematas, febrile convulsions, Hypertensive crisis, Influenza, Intussusception, Mania, Mastitis, Meniere’s syndrome, Migraines, Orchitis, Otitis media, Ovarian cysts, Pneumonia, Pyelonephritis, Tonsillitis. |
|
সম্পর্কযুক্ত ঔষধ | তুলনীয়: Glon, Hyos, Stram সম্পূরক: Bor, Calc, Hep, Merc, Nat-m যে ঔষধগুলোতে এর ক্রিয়া নষ্ট হয়: Acon, Camph, Coff, Opium পরস্পর-বিরুদ্ধ: Acet-ac |
|
বেলেডেনা ক্যালকেরিয়ার একিউট, প্রায় সময়ই বেলেডোনার কাজ সম্পূর্ণ করতে ক্যালকেরিয়ার প্রয়োজন হয়।
Discussion about this post