নিজস্ব প্রতিবেদক:
ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিকলে এন্ড সার্জারি-বিএইচএমএস (প্রথম পেশাগত) এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগামী ২৩ মার্চ থেকে ঢাবি অধিভুক্ত বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিএইচএমএস (প্রথম পেশাগত) এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তক্রমে পরীক্ষা স্থগিত করা হয়।
এরআগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত থাকবে।
প্রসঙ্গত চীনের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বের ১৬২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। এতে আজ পর্যন্ত বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।