ফ্রানস ভেরমেউলেন হল্যান্ডের ডেন হেল্ডারে ১৯৪৮ সনের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৭৮ সাল পর্যন্ত একজন স্কুল শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন এবং একই সাথে ডেনহ্যাগে ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথি অধ্যয়ন শুরু করেন। তিনি ১৯৮৩ সাল পর্যন্ত হোমিওপ্যাথি অধ্যয়ন অব্যাহত রাখেন যদিও তিনি ১৯৭৯ সাল থেকে তার হোমিওপ্যাথি অনুশীলন চালনা করে আসছিলেন ।
অতঃপর তিনি আনন্দ ও জ্ঞানার্জনের জন্য হোমিওপ্যাথিক বই অনুবাদ শুরু করেন ।১৯৮৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি কেন্ট, অ্যালেন, হেরিং, বোরিক, বোরল্যান্ড, টাইলার, ভিথোলকাস, ভোগেলি, হুইটমন্ট, মাইলস, মরগান এবং কোহলার প্রমুখ লিখিত ইংরেজি ও জার্মান ভাষার হোমিওপ্যাথিক বই অনুবাদ করেন।
১৯৮৫ সালে তিনি লিখেন Kindertypes in Homoeopathie (Children’s Types in Homoeopathy) নামক বই, যা তাঁর হোমিওপ্যাথির শিক্ষকতা ও অভিজ্ঞতার ভিত্তিতে রচিত। ১৯৯০ সালে তিনি হল্যান্ডের The School of Homeopathy সংগঠনের ব্যবস্থাপক, শিক্ষক এবং প্রশাসক নিযুক্ত হন। ১৯৯২ সালে তিনি লিখেন Synoptic Materia Medica 1,যা তাঁর হল্যান্ড, আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের ছাত্রদের জন্য তৈরি করা নোটের সমন্বিত উন্নত রূপ। একই ধারাবাহিকতায় তিনি ১৯৯৪ সালে প্রকাশ করেন Concordant Materia Medica । ১৯৯৭ সালে হেরিংয়ের গাইডিং সিম্পটম্পস অনুসরণে রচনা করেন কনকরডেন্ট মেটেরিয়া মেডিকার দ্বিতীয় সংস্করণ এবং ২০০০ সালে যার তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়।
স্বল্প লক্ষণের ওষুধাবলীর বা ছোট ওষুধের দিকে বিশেষ আগ্রহ বা গুরুত্ব দেয়ার কারণে তিনি রচনা করেন সাইনোপটিক মেটেরিয়া মেডিকা ২ (Synoptic Materia Medica 2)। তাঁর এই মেটেরিয়া মেডিকা রচনার আগ্রহের ফলস্বরূপ তিনি রচনা করেন PRISMA, যা তিনি অসংখ্য হোমিওপ্যাথিক গ্রন্থের ও নন হোমিওপ্যাথিক গ্রন্থের সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। ইউরোপ, ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার তাঁর সংগৃহীত তথ্য অত্যন্ত সম্ভাবনা ও গুরুত্বের সাথে বিভিন্ন সেমিনারে প্রশংসিত ও আলোচিত হয়েছে।
এবং অবশেষে, ২০০৫ সালে, ফ্রানস ভেরমেউলেন একটি বিস্ময়কর ৮০০ পৃষ্ঠার বই প্রকাশ করেন, যতে স্থান পায় ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগের মেটেরিয়া মেডিকা, ২০০৭ সালে তিনি এই গ্রন্থে সংযোজন করেন আরেকটি বীরত্বপূর্ণ কাজ ছত্রাক বা ফাঞ্জাই (Fungi)।
Frans Vermeulen দ্বারা রচিত বই এর তালিকা :
• সিনোপটিক মেটেরিয়া মেডিকা ১ (Synoptic Materia Medica 1)
• সিনোপটিক মেটেরিয়া মেডিকা ২ (Synoptic Materia Medica 2)
• কনকর্ডেন্ট রেফারেন্স (Concordant Reference)
• Prisma
• Monera
• ছত্রাক (Fungi)
• গাছপালা (Plants)
ফ্রানস ভেরমেউলেন রচিত বইগুলো ইংরেজি ভাষায় রচিত, যার কোন বাংলা অনুবাদ হয়নি, কোন কোন বই বাংলাদেশে ফটোকপি পাওয়া যায়, রাডার হোমিওপ্যাথি সফটওয়্যারের এনসাইক্লোপেডিয়া অংশে কিছু বই পূর্ণ বিবরণ সহ সংযোজিত হয়েছে।
Discussion about this post