নিউজ ডেস্ক:
বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের নির্দেশনায় পাবনায় পুলিশ সদস্যদের মাঝে করোনা প্রিভেন্টিভ হোমিওপ্যাথি ঔষধ উপহার দেওয়া হয়েছে। গত ১৪ মে উপহার সামগ্রী প্রদানকালে লাইভে যুক্ত ছিলেন বোর্ডের চেয়ারম্যানদিলীপ কুমার রায় ও রেজিষ্ট্রার কাম সেক্রেটারী আলহাজ্ব ডা. জাহাঙ্গীর আলম।
এ সময় ডা. দিলীপ বলেন, যতদিন বাংলার স্বাধীনতা থাকবে, যতদিন বাংলার মানুষ থাকবে, ততদিন হোমিও চিকিৎসক সমাজ সেবা দিয়ে যাবে। বাংলাদেশ পুলিশ বনে-বাঁদাড়ে নদীতে লোকালয়ে সর্বত্র যখন যেখানে প্রয়োজন পড়ে, ডিউটি করতে হয়। চব্বিশ ঘণ্টা মানুষের পাশে থেকে কাজ করতে হয়। অনেকে বলেন যে, সকলের ছুটি আছে, কিন্তু পুলিশের ছুটি নেই। এজন্য আমার দুঃখ হয়। জনগণের সেবক হিসেবে জন-সেবার মহান ব্রত নিয়ে পুলিশ প্রশাসন জনগণের কাছাকাছি বিশ্বস্থতার সহিত কাজ করে যাচ্ছেন। আমরাও সেবার অঙ্গীকারে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ নিয়ে জনগণের ভয়, ভীতি, আশঙ্কা আর আস্থাহীনতা দূর করতেই, আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমাদের হোমিও চিকিৎসক সমাজ করোনা মোকাবেলায় সবসময় আপনাদের পাশে থাকবেন।

এসময় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখে বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্ট্রার কাম সেক্রেটারী জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বা.হো.গ.প কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি এবং ঈশ্বরদী’র শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এসএম জাকির হোসেন, বা.হো.গ.প কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বা.হো.গ.প, রাজশাহী বিভাগের সভাপতি ডা. তায়েজুল ইসলাম চপল, কেন্দ্রীয় কমিটির শিক্ষা-গবেষণা বিষয়ক সম্পাদক, বাহোগপ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী’র শামসুর রহমান শরীফ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ ডা. আরিফুল শরীফ রাজা, বাহোগপ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এবং বাহোগপ চিকিৎসা উপ-কমিটির সভাপতি ডা. মোঃ সাইফুল ইসলামসহ শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ওষুধ বিতরণ করায় বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস এবং সাধারণ সম্পাদক ডা. মোঃ শাহরিয়ার কবির , রাজশাহী বিভাগীয় শাখা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।