নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় দুইদিনব্যাপী ‘দূরারোগ্য ও মরণব্যাধি প্রতিরোধ ও নিরাময় ব্যবস্থাপনা’ -শীর্ষক ১১তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটি, বাংলাদেশের আয়োজনে শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের মডার্ণ হারবাল সেমিনার মিলনায়তনে এই সম্মেলন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা.দিলীপ কুমার রায়। এসময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন ও মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. আলমগীর মতি, রাজশাহী বিভাগের বোর্ড সদস্য ডা. আশীষ সংকর নীয়োগি, ঢাকা বিভাগের বোর্ড সদস্য ডাঃ কায়েম উদ্দীন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কন্ট্রলার ডাঃ সহিদুল ইসলাম প্রমুখ।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুইদিনব্যাপী এই সম্মেলনে আলোচনা পেশ করবেন- ডাক্তার প্রকাশ মল্লিক (কলকাতা), ডা. ঋতুরাজ আগারওয়াল (ঝাড়খণ্ড), ডা. চন্দ্রপ্রভ দত্ত (কলকাতা), ডাক্তার আব্দুস শহীদ (আসাম), ডা. মীনাক্ষী পাঠক (ভুপাল), ডা. পার্থ সারথি মল্লিক (কলকাতা), ডা. রেশমা (বারানসী), ডা. অনুরাধা মনি শুক্লা (গোরাকপুর), অধ্যাপক এন বি শুক্লা (বারানসী), ডা. কুনাল ভট্টাচার্য (বারাকপুর), ডা. জয়ন্ত কুমার চৌধুরী (বহরমপুর), ডা. রবি সংকর প্রসাদ রবি (বহরমপুর), ডা, তুষার ধর শুক্লা (গাজিয়াবাদ), ডা. সুধা রাণী (বারানসী), ডা. পুণম ত্রিপতি (দিল্লি), ডা. পুণম জয়সোয়াল (লখনউ)।