নিজস্ব প্রতিবেদক:
করোনা মহামারীতে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনের অংশ থেকে টাঙ্গাইল জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।

গত ১৫ এপ্রিল দুপুর ১২ টায় জেলা সার্কিট হাউজে দুইশত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেলিম আহমেদ।
টাংগাইল হোমিও মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলে অধ্যক্ষ সাহিদা আক্তার। সহযোগী অধ্যাপক ডাক্তার তোফাজ্জল হোসেন, সহযোগী অধ্যাপক ডাক্তার কায়েম উদ্দিন প্রমুখ।
