নিজস্ব প্রতিবদেক:
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পক্ষ থেকে টাঙ্গাইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। রবিবার পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ঢাকা বিভাগের বোর্ড সদস্য ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. মোঃ কায়েম উদ্দিন ।
এসময় আরও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও জাতীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেনসহ ডা. মোঃ রোকনুজ্জামান, ডা. বাবুল হোসেন প্রমূখ।
উল্লেখ্য দেশের বিভিন্ন হোমিওপ্যাথি কলেজসহ হাসপাতাল, মেডিকেল সেন্টারসহ হোমিও প্রাকটিশনারদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের নির্দেশে সরকারি কোষাগার থেকে প্রায় দুই হাজার পিপিই সংগ্রহ করে গত ১৩ এপ্রিল সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।

