নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজের পক্ষ গোপালপুর-ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির নিকট করোনা প্রতিরোধক ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে করোনা মহামারীর প্রতিরোধক বা ইমিউনিটি বুস্টার আর্সেনিকাম অ্যালবাম ৩০ ওষুধটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে সময় দেন টাঙ্গাইল চেম্বার এন্ড কমার্স -এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি। কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টাংগাইল হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সাহিদা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা. কায়েম উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. মোঃ তোফাজ্জল হোসেন, ডা. সৈয়দ এমরান আলম, ডা. শাহাদাত হোসেন বাবলু প্রমূখ।
ওষুধ হস্তান্তরকালে এমপি মহোদয়ের কাছে হোমিওপ্যাথির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এসময় তিনি সরকারের দৃষ্টিগোচর করার জন্য সংসদে বিষয়টি তুলবেন বলে আশ্বাস দেন।

বাংলাদেশে প্রায় এক লক্ষ হোমিও চিকিৎসক এবং তাদের সাথে যুক্ত লক্ষ লক্ষ পরিবার -এর পক্ষ থেকে সংসদ সদস্যকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে হোমিওপ্যাথির গতিশীল নেতৃত্বের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হোমিওরত্ন ডা. দিলীপ কুমার রায় ও রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. জাহাঙ্গীর আলমের ভূয়শী প্রশংসা করা হয়।