পূর্ণ নাম: Justicia Adhatoda
কিংডম: উদ্ভিদ
ক্লাস টাইপ: একানথেসিয়াই
মূল বৈশিষ্ট্য: গরমকাতর, পলিক্রেস্ট নয়
ঔষধের ব্যবহৃত অংশ: শেকড়
প্রধান কথা:
সর্দির সাথে কাশি। হুপিং কফ। কাশির সাথে হাঁচি। বুকে আটোসাটো অনুভব হওয়া।

অন্য নাম: Adhatoda vasica
ধরণ: একট ভারতীয় গুল্ম
বৃদ্ধি: গরম ঘর, শব্দ, খাবার খাওয়া, সকালে, ধূলাতে, রাত্রে, শোয়ার পরে ঘর্ষণে, চুপচাপ থাকলে।
মন: খিটখিটে। সহজেই রাগান্বিত হয়। বাইরের সমস্ত প্রভাবে সংবেদনশীল, বিশেষ করে শব্দে। কথা বলতে অনীহা। চুপচাপ বসে থাকে, ধ্যানগ্রস্ত হয়ে থাকে। মনে হয় যেন, মাতাল হয়ে আছে। চুপচাপ, নীরব হয়ে থাকে।
নির্দেশক লক্ষণ : নাক, ল্যারিংস, নাক- সমস্ত স্থানের শ্লেষ্মিক ঝিল্লির শুস্কতা। মাথায় পূর্ণতাবোধ ও ভারীভাব, কপালে চাপ অনুভব হয়। মুখমন্ডল লালচে, মুখ শুস্ক। ঢোক চাপতে গেলে গলায় ব্যথা। ক্ষুধামান্দ্য; ঠান্ডা পানির প্রচুর পিপাসা। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য। রাত্রে নাক বন্ধ থাকে। নাক বন্ধ থাকার সাথে তার শুস্কতার পর্যায়বৃত্তি ঘটে। হে-ফিবার, প্রচুর পরিমাণ, পাতলা, হাজাকর স্রাব। হাঁচি ও চোখ দিয়ে পানি পড়া। সর্দির সাথে কাশি, নাকের ঘ্রাণশক্তি ও মুখের স্বাদ হ্রাস পায়- সাথে মাথাব্যথা থাকে। সর্দি ব্রংকাসে প্রসারিত হয়, সকালে, সন্ধ্যায় ও উষ্ণ ও বদ্ধঘরে বৃদ্ধি পায়। থেকে থেকে শ্বাসরোধকারী কাশির দমক। মনে হয়, বুক ফেটে যাবে। হুপিং কফ; বুকে ঘরঘরে শব্দ কিন্তু শ্লেষ্মা উঠে না। অল্প পরিমাণ ঘন, হলুদাভ শ্লেষ্মা, বমিতে শ্লেষ্মা। হাঁপানি – মধ্যরাত্রের পরে, ধূলাতে, গ্যাসে বাড়ে, বদ্ধ ঘরে বৃদ্ধি পায়। কাশি বা জ্বর ছাড়াই হাত-পায়ের কম্পন বা খিঁচুনি। হাত-পা ফোলা ফোলা, সকালে বাড়ে, ঘর্ষণে কমে।

কি-নোটস: প্রচুর পরিমাণ জ্বালাকর স্রাবযুক্ত সর্দি; সাথে মাথাব্যথা ও কাশি থাকে।
অবশ্য স্মরণযোগ্য: একিউট ও ক্রনিক সর্দিজনিত অবস্থা। মনে ও শরীরের উত্তেজিত অবস্থা।
ক্লিনিক্যাল কন্ডিশন : Asthma, Coryza, Cough, Lachrymation, Whooping cough.
বিশেষ পরামর্শ: তৃতীয় থেকে উচ্চতর শক্তিগুলো ব্যবহার করুন। তীব্র কেইসে, নিম্নশক্তিতে সমস্যা হতে পারে। শ্বাসযন্ত্রের সর্দিজনিত অবস্থার শুরুতে ব্যবহার উপযোগী। ডা. ফারুখ মাস্টার সহ কিছু কিছু চিকিৎসক এটাকে কোরোনা ভাইরাস এপিডেমিকের একটি প্রধান সম্ভাব্য ঔষধ হিসাবে চিহ্নিত করেছেন।
সম্পর্কিত ঔষধ: তুলনীয় ঔষধ: Ars, Ars-i, Arum-tri, Bell, Dros, Ip, Nux-v, Puls, Sulph All-c এবং Euph এর মাঝখানে প্রয়োজন হতে পারে।
Discussion about this post