কোভিড-১৯ মোকাবেলায় হোমিওপ্যাথির সাফল্য ও ডা. দিলীপ কুমার রায়ের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ০৫ ডিসেম্বর ২০২০ তারিখ সকাল ১০টায় ঢাকার কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনের মাল্টিপারপাস মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে আজ পর্যন্ত প্রায় ১৫ লক্ষ মানুষকে কভিড-১৯ প্রতিরোধে হোমিওপ্যাথিক ঔষধ পৌঁছানো এবং দেশের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এবং সেই সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়্যারম্যান ডা. দিলীপ কুমার রায়কে বাংলাদেশ হোমিওপ্যাথিক গবেষণা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জনকল্যাণে হোমিওপ্যাথির এই যুগান্তরিত ভূমিকার জন্য হোমিওপ্যাথিক কম্যুনিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হোমিওপ্যাথির উন্নতিকল্পে যা কিছু করণীয় তার সর্বোত্তম প্রচেষ্টা সম্পাদন করবেন বলে আশ্বাস জ্ঞাপন করেন।

সেইসাথে একজন সফল হোমিও-সংগঠক হিসাবে টাঙ্গাইলের কৃতী সন্তান, বার বার নির্বাচিত বোর্ড সদস্য ও টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ কায়েম উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম ভূইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গবেষণা পরিষদের সভাপতি অপূর্ব কুমার দাস, বোর্ড সদস্য ডা. আশীষ সংকর নিয়োগী, বোর্ড সদস্য ডা. ইফতেখার শেখ, বোর্ড সদস্য ডা. ফজলুল হক সিদ্দীকিসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকগণ।
Discussion about this post