নাম: এস.
ঠিকানা: মেহেরপুর, বাংলাদেশ
বয়স: ১০ বৎসর
লিঙ্গ: স্ত্রী
ধর্ম: মুসলিম
প্রধান সমস্যা:
৪ বছর ধরে জয়েন্টগুলোতে ব্যথা। শরীরের বড় ছোট সব জয়েন্টেই ব্যথা- এমনকি আঙ্গুলের জয়েন্টগুলোতেও। ব্যথা বিশ্রামে থাকলে বাড়ে, হাঁটায় কমে, প্রথমে নড়তে গেলে খুব লাগে, ঠাণ্ডা প্রয়োগে কমে।
প্রায় ৪/৫ বৎসর যাবৎ কপাল ব্যথা। চাপ ধরা ব্যথা। মাথাব্যথার সাথে বমি হয়। গরম ঘরে গেলে এবং গরম আবহাওয়ায় বৃদ্ধি পায়। টিপে দিলে আরাম লাগে।
আনুষাঙ্গিক সমস্যা:
৩ বছর ধরে মাঝে মাঝে পেট ব্যথা হয়, যা পায়খানা করলে কমে। সন্ধ্যার দিকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে।
অতীত ইতিহাস:
ছোটবেলায় সবগুলো টিকা দেয়া হয়েছে। ৩ বৎসর বয়সে হাম হয়, এলোপ্যাথিক ঔষধ খান এবং কমে যায় কিন্তু কয়েকদিন পর আবারও কিছু উদ্ভেদ বের হয়। আমার সন্দেহ আছে, হয়তো হামটি পুরোদমে উঠতে পারেনি, অবদমন করা হয়েছে।
পারিবারিক ইতিহাস:
বাবা: যৌন-সংক্রামক রোগের এলোপ্যাথিক চিকিৎসার ইতিহাস আছে (কথা শুনে, অনুমান করছি – গনোরিয়া)
মা: বাতের সমস্যা, হাঁপানি, অর্শ
সার্বিক অবস্থা:
ক) খুবই শান্তশিষ্ট, ভদ্র ও মিষ্টি বাচ্চা। ফর্সা ও দেখতেও বেশ স্বাস্থ্যকর। পোষাক ও আচরণ মার্জিত। নড়াচড়া করে বেশ সতর্কতার সাথে, যেন অন্য কারো কাজে বিঘ্ন না ঘটে (অবজেকটিভ বর্ণনা)
খ) খাদ্যগ্রহণ:
খাবার দাবারে খুব বাছ-বিচার করে।
ঝাল ও টক পছন্দ।
প্রেস্ট্রি পছন্দ করে কিন্তু চর্বি অপছন্দ।
খাবার উষ্ণ পছন্দ করে।
আইসক্রিম ও চকোলেট খুব পছন্দ।
মুখ শুকিয়ে থাকে কিন্তু বাচ্চা কখনো নিজে থেকে পানি খায় না।
গ) রেচন:
পায়খানা- স্বাভাবিক। প্রস্রাব: বেশ ঘনঘন।
ঘ) ঘাম:
প্রচুর ঘামে। মাথাও ঘামে কিন্তু অস্বাভাবিক কোন গন্ধ নেই।
ঙ) ঘুম:
স্বাভাবিক ঘুম। চিৎ হয়ে, হাত মাথার উপর দিয়ে ঘুমানোর প্রবণতা আছে, তবে ঘুমের মধ্যে খুব নড়াচড়া করে।
চ) অত্যানুভূতিপ্রবণতা:
রোগী গরমকাতর।
খোলা বাতাস চায়, দরজা-জানলা খোলা রাখতে চায়।
গোসল করতে পছন্দ করে।
ছ) মানসিক বৈশিষ্ট্য:
খুবই শান্ত-শিষ্ট, ভদ্র ও মার্জিত বাচ্চা।
নাচতে ভালোবাসে।
কান্নার প্রবণতা আছে, মেজাজের ঘন ঘন উঠানামার প্রবণতা আছে।
অন্যদের সাথে সহজেই মিশতে পারে।

তারিখ: 09/07/14 ইং
Pulsatilla – 10M/ 1 dose
SL for 15 days.
ফলো–আপ:
তারিখ: 29/07/14 ইং
জয়েন্টের ব্যথাগুলো অর্ধেকের বেশি কমে গেছে। এর মধ্যে দুইবার মাথাব্যথা দেখা গেছে, তীব্রতা ও সময়ের দিক দিয়ে আগের চাইতে কম মাত্রায়। ঘন ঘন প্রস্রাবটি আগের মতোই আছে।
SL – for 15 days.
তারিখ:13/08/14 ইং
জয়েন্টের ব্যথা আরো কমেছে।
মাথাব্যথা একবার দেখা গেছে, গতবারের চাইতে তীব্রতা একটু বেশি ছিলো।
তবে ঘন ঘন প্রস্রাবটি এবার একটু কম মনে হচ্ছে।
পায়খানা, প্রস্রাব বা অন্যান্য অবস্থা ভালো।
এমনকি মেজাজেরও স্থিরতা বেড়েছে বলে তার মা জানালেন।
SL – for 15 days.
তারিখ: Date: 30/08/14 ইং
শেষবার ঔষধ খাবার কিছুদিন পর থেকে ব্যথা আর হয়নি।
ঘন ঘন প্রস্রাবের বেগও কম।
মাথা ব্যথা আর দেখা যায়নি।
SL for 15 days.
তারিখ: 15/09/14 ইং
এবার মাঝারি তীব্রতায়, মাথাব্যথা আবার একদিন দেখা গেছে।
জয়েন্ট ব্যথাগুলো আর হয়নি।
ঘন ঘন প্রস্রাবও আর প্রায় নেই।
কিন্তু মা জানালেন, কিছুদিন ধরে সাদাস্রাব দেখা যাচ্ছে।
Pulsatilla – 10M/1 dose
SL for 15 days.
তারিখ: 05/10/14 ইং
সাদাস্রাব কয়েকদিন পর চলে গেছে।
এছাড়া আর কোন সমস্যাও এখন নেই।
SL for 21 days.
তারিখ: 07/11/14 ইং
আর কোন সমস্যা হয়নি বা দেখা দেয়নি। সবকিছুই ভালো আছে। রোগীকে ১ মাসের জন্য SL দিয়ে দেয়া হয়েছে এবং কোন সমস্যা আবার কখনো দেখা দিলে জানাতে বলা হয়েছে কিন্তু এরপর রোগীর আর আসার প্রয়োজন বোধহয় হয়নি।