নিউজ ডেস্ক:
করোনাভাইরাস কোভিড-১৯ চিকিৎসায় ভারতের মহারাষ্ট্রে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি ও যোগের ব্যবহার নিয়ে গবেষণাকর্মে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত রোগীর উপসর্গবিহীন অবস্থা ও মৃদু উপসর্গগুলোকে চিকিৎসার জন্য আয়ুশ মন্ত্রণালয় প্রস্তাবিত আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি ও যোগ চিকিৎসা প্রয়োগের গবেষণার জন্য মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চের ডিরেক্টর Dr Tatyarao Lahane এর পরিচালনায় ১৮ সদস্য-বিশিষ্ট এ টাস্ক-ফোর্স গঠন করা হয়।
গত বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে ভারত সরকার।
টাস্ক-ফোর্সটি গুজরাট, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, কেরালা ও গোয়াতে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি ও যোগ চিকিৎসা প্রয়োগ পরীক্ষণ করবেন এবং এ ব্যাপারে প্রস্তাবনা প্রস্তুত করবে।
বিজ্ঞপ্তিতে শ্বাসযন্ত্র সংক্রান্ত স্বাস্থ্য-সংক্রান্ত ব্যাপারে ইমিউনিটি বৃদ্ধি করার জন্য সেল্ফ-কেয়ার গাইডলাইন সুপারিশ করে আয়ুশ মন্ত্রণালয়। যা কিছুই আয়ুর্বেদিক শাস্ত্র ও বৈজ্ঞানিক প্রকাশনাগুলো দ্বারা সমর্থিত।
এছাড়াও আয়ুশ মন্ত্রণালয় থেকে যে কার্যপদ্ধতিগুলোর মধ্যে সারাদিন গরম পানি খেতে থাকা ও প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে যোগচর্চাও সুপারিশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে
এমন এক সময় এই টাস্কফোর্স গঠন করা হয়েছে যখন রাজ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৫০০০ এর সীমাকে অতিক্রম করেছে এবং ২৫৯২২ জন আক্রান্তের মধ্যে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত ৫৫৪৭ জনকে সুস্থ হিসাবে ছাড় দেয়া হয়েছে। সূত্র: কোভিড হোমিও ডটকম।