নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় যে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন সফলতা লাভ করেছেন তাদেরকে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। বোর্ডের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকগণ তাদের ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্যাডে রোগীর বিস্তারিত তথ্য, সংক্ষিপ্ত রোগীলিপি, হোমিওপ্যাথিক চিকিৎসা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসহ আগামী ১০ জুনের মধ্যে বোর্ডের রেজিস্ট্রার-কাম-সচিব বরাবর নিম্নে উল্লেখিত ঠিকানায় এসব তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়। সম্ভব হলে চিকিৎসক ও রোগীর ছবি পাঠানোর জন্য বলা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, করোনা পজিটিভ রোগীকে হোমিওপ্যাথি ওষুধে চিকিৎসা দিয়ে নেগেটিভ রেজাল্ট পেয়েছেন এবং রোগীকে সুস্থ করেছেন -এমন রোগীর তথ্য দিতে বলা হয় বিবৃতিতে।
এতে আরও বলা হয়, সর্বোচ্চ সংখ্যার রোগীর উপযুক্ত তথ্য ও প্রমাণাদী প্রেরণকারী চিকিৎসকগণের মধ্যে থেকে যাচাই-বাছাইকৃত প্রথম ৩ (তিন) জনকে সন্মাননা পদক ও আর্থিক সন্মানী প্রদান করা হবে। এছাড়াও প্রাপ্ত রোগীর তথ্যাদী সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যথাযথ প্রক্রিয়ায় প্রেরণ করা হবে।
তথ্য প্রেরণের ঠিকানা:
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম
রেজিস্ট্রার-কাম-সচিব, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
বাড়ি # ১৬, রোড # ১/এ, নিকুঞ্জ-২,
খিলক্ষেত, ঢাকা-১২২৯।