নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও রোগীদের লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে হেল্প লাইন চালু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড।
গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোমিওপ্যাথি সেবার হেল্পলাইন উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়। এসময় উপস্থিত ছিলে বোর্ডের রেজিস্টার ডা. জাহাঙ্গীর আলম, সহকারী রেজিস্ট্রার ডা. অমিত রায় এবং অধ্যাক্ষ ডা. মুহাম্মদ আব্দুল আলীমসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বৃন্দ।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডা. মোঃ জাহাঙ্গীর আলম জানান, মোবাইল ফোনে হেল্প লাইনের মাধ্যমে এবং অনলাইনে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা পরামর্শ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০.০০ টা হতে দুপুর ৩.০০ টা পর্যন্ত বোর্ড কর্তৃক মনোনীত অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ নির্ধারিত হেল্প লাইনের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা পরামর্শ প্রদান করবেন।
হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শের জন্য মোবাইল হেল্প লাইন নাম্বার:
০১৩১৩১৭৫৯২৮, ০১৯৮০০৩৫৯২১, ০১৮৪২০১৮৩৬৫।
এছাড়া অন্যান্য চিকিৎসা পরামর্শের জন্য যোগাযোগ নাম্বার:
০১৭৫৩৪৫১১৩৪, ০১৮২৩৪১৮৮৯০, ০১৭৮৫০০০১০৪, ০১৭৫৯৫৩৬৩৩০, ০১৫৫২৩৪৮৩৫১ ০১৭৩৩১৪১২৩৪, ০১৭১১৭৩৭৪১৫, ০১৭২৯৪৬১১৪৪।
উপরোক্ত নম্বরগুলোতে প্রকৃতপক্ষে রোগী বা সংশ্লিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শ ছাড়া অন্য কোন বিষয়ে কল না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পৃথিবীতে একমাত্র বাংলাদেশ সরকার করোনা চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসকরে পরামর্শ ও সেবাগ্রহণের জন্য আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে। হোমিওপ্যাথিক মহল মনে করছেন, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করোনা রোগীর সুস্থতা ফিরিয়ে আনা এখন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। অতীতের মহামারীগুলোর মতো আবারও করনা রোগির চিকিৎসায় তারা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন বলে বিশ্বাস করেন।