নিজস্ব প্রতিবেদক:
চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নির্দেশনায় বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ মহামারী প্রতিরোধ ও প্রতিকারকল্পে স্বেচ্ছাপ্রণোদিতভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।
এ লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন জেলা-প্রশাসন, বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ-প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ জনমানুষের কাছে আর্সেনিকাম অ্যালবাম ৩০ ঔষধটি বিনামূল্যে বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল জেলায় এই জনসেবামূলক কর্মসূচী শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়্যারম্যান ডা. দিলীপ কুমার রায়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ ডা. শাহিদা আক্তার, ঢাকা বিভাগের বোর্ড সদস্য ডা. কায়েম উদ্দিন, হোমিও বোর্ডের জাতীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা. তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহাদৎ হোসেন বাবলু এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সেই সাথে ভিডিও অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডা. জাহাঙ্গীর আলম, বোর্ড সদস্য ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, ডা. আশিস শংকর নিয়োগী, ডা. এস এম মিল্লাত হোসেন, ডা. আনিসুর রহমান মিন্টু এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. শহীদুল ইসলাম ভূঁইয়া।
উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তিনদিন ব্যাপী এই বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মশালা বাস্তবায়ন করছে। তিনদিন ব্যাপী এই কর্মশালায়, টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে, বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে ঔষধ গ্রহণ করেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা জজ, টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঔষধ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোশারফ হোসেন এবং পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে ঔষধ গ্রহণ করেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এছাড়া এই কর্মশালার অংশ টাঙ্গাইল প্রেসক্লাবে বিনামূল্যে হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাসাইল সখিপুরের মাননীয় সংসদ সদস্য জনাব জোয়াহেরুল ইসলাম জোয়াহের (ভিপি জোয়াহের), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদ এবং উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দসহ এই কর্মসূচীর উদ্যোক্তা ও অংশগ্রহণকারীগণ।