নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত ও পরিকল্পনা বাস্তবায়নের সার্বিক কার্যক্রমে সহায়তার লক্ষে ‘মহামারী প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় কমিটি’ গঠন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি পদে আছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।
হোমিওপ্যাথিক চিকিৎসক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত ১০১ সদস্য বিশিষ্টি এই কমিটিতে রয়েছেন- বোর্ডের সদস্য ডা. আশিষ সংকর নিয়োগী, ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, বিএইচএমএ’র সভাপতি ডা. আলমগীর মতি, ক্যাশ বাংলাদেশের সভাপতি ডা. এম এ কাদের, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের সভাপতি ডা. আব্দুল করিম, সাবেক সভাপতি ডা. চন্দ্র শেখর দাস প্রমুখ।
এদিকে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের গঠিত ‘জাতীয় হোমিওপ্যাথিক চিকিৎসা বোর্ড’কে আরও সম্প্রসারিত করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন টাঙ্গাইলের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও হোমিওডাইজেস্টের সম্পাদক ডা. মো. শাহীন মাহমুদ। এছাড়াও সম্প্রসারিত কমিটিতে নতুন আরও ১০ জন বিশিষ্ট চিকিৎসককে স্থান দেওয়া হয়েছে।
জানা গেছে- চিকিৎসা বোর্ডের আহ্বায়ক পদে রয়েছেন ডা. এম এ কাদের। এছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, ডা. আশিস সংকর নিয়োগী, ডা. এসএএম মোনতাকিম, ডা. আব্দুল হক, ডা. শেখ ফারুক এলাহী, ডা. আকম মোশারফ হোসেন, ডা. এম. জাহাঙ্গীর।
বিজ্ঞপ্তি অনুযায়ী- কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। এর মধ্যে রয়েছেন- ডা. এ ছবেদ আলী, ডা. নাজির হোসেন, ডা. মোহসেনা খানম, ডা. রামকৃষ্ণ বিশ্বাস, ডা. সেলিমুর রাহমান, ডা. মসীউজ্জামান পান্নু, ডা. রুহুল আমিন সরকার, ডা. মো. লুৎফর রহমান, ডা, অপূর্ব কুমার দাস প্রমুখ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- কেন্দ্রীয় কমটির অধীনে জেলা ও উপজেলা ভিত্তিক চিকিৎসা উপকমিটি গঠন করা হবে। কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. শহিদুল ইসলাম ভূইয়া, সহকারি রেজিস্ট্রার ডা. অমিত রায় ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক (সংযুক্তি) ডা. তারিকুজ্জামান সোহেল।
এদিকে হোমিওডাইজেস্টের সম্পাদককে জাতীয় চিকিৎসা বোর্ডে অন্তর্ভুক্ত করায় হোমিও ডাইজেস্টে সকল কর্মকর্তা-কর্মাচারী বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।


