নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য এক আতঙ্কের নাম। যে ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কোনো বিজ্ঞানী। আক্রান্তদের প্রচলিত ওষুধেই চিকিৎসা দেওয়া হচ্ছে সারা বিশ্বেই।
এদিকে করোনা ভাইরাসের চিকিৎসায় বাংলাদেশে এগিয়ে এসেছেন হোমিওপ্যাথিক চিকিৎসকরা। এরই লক্ষে গত ০২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু হোমিওপ্যাতি ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ক্যাম্পাসে সারাদেশে শিক্ষক চিকিৎসকদের সাথে টেলি কনফোরেন্স ও মোবাইলে কথা বলেন ডা. সাখাওয়াত ইসলাম ভূঞা। এসময় ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে প্রত্যেকে তাদের মতামত তুলে ধরেন।
এদিন সরকারকে হোমিওপ্যাথিক চিকিৎসকদের এই মহামারী রোধকল্পে কাজ কার করার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক ডা. ফজলুল হক, সহযোগী অধ্যাপক ডা. নিয়ামত আলী ফকির. অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূঞা, ডা. হরিদাস ঘোষ, ডা. ইখতিয়ার উদ্দিন, ডা. মহসীনুজ্জামান, ডা. মেজবাহ উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. নাজির খান, ডা. মোস্তফাত হাসান। কমিটির সমন্বয়ের দায়িথ্ব পালন করবেন ডা. সাখাওয়াত ইসলাম ভূঞা।
এছাড়াও টেলি কনফারেন্সে সকলের মতামতের ভিত্তিতে Arsenic Alb 30, Camphor-200 1M, 10M, Gelsemium 30, 200, Influenzinum 30, 200, Dulcamara 30, 200, Tuberculinum 30, 200, Sabadilla 30, 200 ওষুধ লক্ষণ ভিত্তিক দেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।