নিজস্ব প্রতিবেদক:
লিগা মেডিকোরাম হোমিওপ্যাথিকা ইন্টারন্যাশনালিস, (এলএমএইচআই) বাংলাদেশ এবং হোমিওপ্যাথিক মেডিকেল চিকিৎসক লিগা (এইচএমডিএলবি) -এর যৌথ উদ্যোগে সেমিনার ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দীলিপ কুমার রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলমগীর মতি, হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, সদস্য ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, আশীষ শংক নিয়োগী প্রমুখ।
এলএমএইচআই ও ডা. রেজানুর রহমান হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এলএমএইচআই -এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান। সঞ্চলনা করবেন এলএমএইচআই -এর মহাসচিব ডা. নজরুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক ডা. তারিকুজ্জামান সোহেল।

Discussion about this post