এর পাকস্থলীর লক্ষণ ও মানসিক লক্ষণাবলী হোমিওপ্যাথিক পদ্ধতিতে ব্যবহারের ক্ষেত্রে এর পথ-প্রদর্শন করে। প্রচণ্ড উত্তেজনা ও ক্রোধ- খিটখিটে মেজাজ; তার সাথে জিহ্বায় সাদা মোটা আস্তর- বহুপ্রকারের রোগে এর প্রয়োগের সত্যিকারের প্রদর্শক লক্ষণ। এর সমস্ত রোগাবস্থা উত্তাপে ও ঠান্ডা পানিতে গোসলে বৃদ্ধি পায়। সূর্যের তাপ সহ্য করতে পারে না। রোগীর মুটিয়ে যাবার প্রবণতা থাকে। অনেকসময় যেখানে ব্যথা হবার কথা সেখানে ব্যথার অনুপস্থিতি এই ঔষধকে নির্দেশ করে। পাকস্থলীর লক্ষণের সাথে গাউট। রোগীর দিকে কেউ তাকাবে বা তাকে স্পর্শ করতে তা সে সহ্য করতে পারে না। বহুপ্রকার চর্মরোগে এর চমৎকার ব্যবহার বিদ্যমান। টক ও আঁচার জাতীয় খাবার পছন্দ। বৃদ্ধ-বৃদ্ধাদের অবিরত ঘুম ঘুম ভাব।করে।স্পর্শ করলে শিশুরা কান্না করে উঠে। নাকে ঠান্ডার অনূভুতি হয়। পায়ের তালুতে কড়া দেখা দেবার প্রবণতা থাকে।
ইগ্নেশিয়া অ্যামেরা
সম্পূর্ণ নাম : ইগ্নেশিয়া অ্যামেরা । সাধারণ নাম: সেন্ট ইগনেসিয়াস বিন কিংডম: উদ্ভিদ শ্রেণি: লোগানিসিয়াই ঔষধ প্রস্তুতে ব্যবহৃত অংশ: বীজ মূল প্রকৃতি: সোরিক, শীতকাতর, পলিক্রেস্ট, ডান...