ডা. আবু সাঈদ
আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি আর্নিকা মন্টেনা (Arnica Montana) বা আর্নিকা মন্টের ছবি। মধ্য ইউরোপে এটি প্রচুর পরিমাণে জন্মে থাকে। এই গাছকে লিউপাউ গাছও বলা হয়ে থাকে।

হোমিওপ্যাথিতে বিভিন্ন ধরনের আঘাতের ক্ষেত্রে আর্নিকা মন্ট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটি প্রায় সব ধরনের আঘাতের ব্যথায় – মচকে যাওয়ায়, থেতলে গিয়ে কালশিটে হয়ে যাওয়া, পড়ে গিয়ে ব্যথাসহ, সব ধরনের অর্গানিক আঘাতের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এটি আঘাতের স্থান থেকে রক্তপাত (Bleeding) বন্ধ করতে অত্যন্ত কার্যকরী। এবং ভবিষ্যতে পূঁয হবার প্রবণতা রোধ করে।
এ ধরনের রোগীর ব্যথার স্থানে স্পর্শে সাংঘাতিক ভয় থাকে। এবার আমরা আর্নিকা মন্টের কয়েকটি মৌলিক লক্ষণ নিয়ে আলোচনা করবো। যেগুলো বারবার পরীক্ষা ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়েছে এবং এই সকল লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ প্রয়োগে বারবার সফলতা এসেছে।

এগুলো হচ্ছে- রোগীর মাথা ও মুখমণ্ডল গরম থাকে কিন্তু দেহের অন্যান্য সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ঠাণ্ডা। অত্যন্ত ঘুম, কথার উত্তর দিয়ে আবার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।
আঘাত লাগার ফলে দেখা দেয় – “দুর্বলতা, ক্লান্তিভাব, থেৎলে যাওয়ার মত অনুভূতি”। এর একটি প্রধান চরিত্রগত লক্ষণ হচ্ছে – রোগী যার উপরেই শুইয়ে থাকে সেটি অত্যন্ত শক্ত মনে হয়” (পাইরোজেন )।
Discussion about this post