অনুবাদ: ডা. শাহীন মাহমুদ:
Perioperative Homeopathic Arnica and Bromelain: Current Results and Future Directions
Knackstedt R(1), Gatherwright J(2).
Author information:
(1)From the Department of Plastic Surgery, Cleveland Clinic, Cleveland, Ohio.
(2)Division of Plastic Surgery, MetroHealth, Cleveland, Ohio.
INTRODUCTION:
অপারেশনের ক্ষেত্রটিতে আরো উন্নত ফলাফলের জন্য ব্যাপক-পরিসরে ব্যবহৃত আর্নিকা ও ব্রোমেলিন হোমিওপ্যাথিক ঔষধদুটি – এলোপ্যাথিক প্র্যাকটিশনারদের দ্বারা এখনো তেমনভাবে ব্যবহৃত হয়নি। এলোপ্যাথিক চিকিৎসকদের দ্বারা হার্বাল ঔষধের ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হচ্ছে- এর প্রস্তুত ও মাত্রাসংক্রান্ত বিধিবিধানগুলো ভালোভাবে জানা বা বোঝা যায়নি। এই রিভিউটির লক্ষ্য ছিলো- চিকিৎসাবিধি ও ফলাফলের দিকে লক্ষ রেখে অপারেশনের ক্ষেত্রে আর্নিকা ও ব্রোমেলিনের কর্মক্ষমতার পরীক্ষণসংক্রান্ত গবেষণাগুলোকে সমালোচনাসূচক দৃষ্টিতে বিশ্লেষণ করা।
METHODS:
“Arnica”, “Bromelain” ও “Surgery”- কি-ওয়ার্ড তিনটি দিয়ে একটি ট্রিপল-ডাটাবেইজ সার্চ সম্পন্ন করা হয়। শনাক্তকৃত প্রতিটি আর্টিকেলের রেফারেন্সগুলোকে সংযোজিত আর্টিকেলগুলোর পক্ষে বিশ্লেষণ করা হয়। আর্টিকেলগুলো মেথডোলজি, আউটকাম ও কনক্লুসনের জন্য বিশ্লেষণ করা হয়। যে আর্টিকেলগুলো মানুষের সাথে সম্পর্কিত নয়, ১৯৯০ সালের আগে প্রকাশিত এবং যেগুলো ইংরেজিতে পাওয়া সহজলভ্য নয়- সেগুলো বাদ দেয়া হয়েছে। প্রমাণের মাত্রা মেথোডলজির উপর ভিত্তি করে নির্দিষ্ট করা হয়েছে।
RESULTS:
অন্তর্ভুক্তিকরণ শর্তাবলী সর্বমোট ২৯টি আর্টিকেলে পূরণ হয়েছে- যার মধ্যে ২০টি এবং ৯টি যথাক্রমে আর্নিকা ও ব্রোমেলিন ট্রিটমেন্ট গ্রুপের। এগুলোর সার্জিক্যাল প্রসিডিউর, ঔষধের মাত্রাবিধি, প্রাপ্ত ফলাফল পরিমাপের উপায় ও ফলাফলের ব্যাপারে লক্ষণীয় ভিন্নতা ছিলো। বিশেষ করে রাইনোপ্লাসি এবং ফেইসলিফট/ফেসিয়াল প্রসিডিউরগুলোতে রক্তজমাট-বাধার ক্ষেত্রে দৃশ্যত আর্নিকার একটি প্রশমনকারী ক্রিয়া রয়েছে। আক্কেল দাঁত-তোলার পর চোয়াল ধরে যাওয়া এবং ব্যথা ও ফোলাকে হ্রাস করার ক্ষেত্রে ব্রোমেলিনের ব্যবহার অসংখ্য গবেষণার দ্বারা সমর্থিত হয়েছে। কিন্তু ব্লেফারোপ্লাস্টি সংক্রান্ত অপারেশনের ক্ষেত্রে আর্নিকার বাহ্যিক ব্যবহারে কোন প্রকার ক্রিয়া চিহ্নিত করা যায়নি।
DISCUSSION:
পাঠ্যবিষয়ের এই পদ্ধতিগত পর্যালোচনা- অপারেশনের পর রক্তসঞ্চয়, জলসঞ্চয় এবং ব্যথা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকারের ফলাফলের ক্ষেত্রে, আর্নিকা ও ব্রোমেলিনের সম্ভাব্যতা নির্দেশ করে। ভবিষ্যতে আরো গবেষণার মাধ্যমে অন্যান্য ঔষধাবলীর সাথে এর পারস্পরিক ক্রিয়া, মাত্রাসংক্রান্ত ক্রিয়াদক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আমরা আশা করি, এই প্রবন্ধটি পূর্ণাঙ্গ গবেষণাসমূহের ফলাফলগুলোর নিরপেক্ষ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে অপারেশনেরসম্ভূত পরিণামগুলোর উন্নতিকল্পে এগুলোর ব্যবহারকে বিবেচনা করতে সার্জনদের অনুপ্রাণিত করবে।
DOI: Ann Plast Surg. 2019 Nov 19. doi: 10.1097/SAP.0000000000002043.
PMID: 31800557 Link: https://www.ncbi.nlm.nih.gov/pubmed/31800557?fbclid=IwAR1t5dDLblK_dZYxxTKD2Wz1olrOi2Wd-WlTupe6fgTT7z8R9xvMKbwK67Q
